নিম্নচাপের ইউ-টার্ন ! আজ ও কাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, ভাসবে উত্তরও

Follw Us Now

নিম্নচাপের ইউ-টার্ন ! আজ ও কাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, ভাসবে উত্তরও

অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

EKHON BHARAT :- মুডের কোনও ঠিক নেই! কখন কোন দিকে ঘুরে তা বোঝা মুশকিল। আর এর মুড পরিবর্তনের ভোগান্তির শিকার হতে হয় রাজবাসীকে রাজ্যবাসীকে। কথা হচ্ছে আবহাওয়ার প্রসঙ্গে। নিম্নচাপের ইউটার্ন। আজ, বুধবার ও আগামিকাল, বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে। উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হবে। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে ৷ শনিবার থেকে ক্রমশ হাওয়া বদল হবে৷ পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। আপাতত সামনে দু-তিন দিন পূজোর কেনাকাটা থাকলে তা ভেস্তে দেবে অসূররূপি বৃষ্টি।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, নিম্নচাপ ছত্তিশগড় ঢুকেই ইউটার্ন নিয়েছে ! এই মুহূর্তে ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। নিম্নচাপের দাপট দেখাবে বাংলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ডেও।
আজ, বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। আগামী ২৪ ঘণ্টা অতিভারী বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির স্পেল চলবে বৃহস্পতিবার পর্যন্ত। শনিবার পর্যন্ত মাঝারি বৃষ্টির পূর্বাভাস পার্বত্য জেলাগুলিতে।

আরও খবর- ছিল মারুতি ৮০০, হয়ে গেল ঝাঁ-চকচকে ‘রোলস রয়েস’! করে দেখালেন কেরলের তরুণ

নিম্নচাপের ইউ-টার্ন ! আজ ও কাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, ভাসবে উত্তরও

আজ সকাল থেকেই আকাশের মুখ বেজায় ভার। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে কম। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি কম। গতকাল, মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৮ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ৬১.৩ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে পারে ২৬ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

ট্রেন্ডিং খবর