ছিল মারুতি ৮০০, হয়ে গেল ঝাঁ-চকচকে ‘রোলস রয়েস’! করে দেখালেন কেরলের তরুণ

Follw Us Now

ছিল মারুতি ৮০০, হয়ে গেল ঝাঁ-চকচকে ‘রোলস রয়েস’! করে দেখালেন কেরলের তরুণ

মারুতি ৮০০, হয়ে গেল ঝাঁ-চকচকে ‘রোলস রয়েস’

EKHON BHARAT :- ছিল এক, করে দিলেন আরেক ! একেবারে আকাশ পাতাল তফাৎ ! আগের সঙ্গে এখনের তফাৎ দেখলে রীতিমতো তাজ্জব হতে হয়। নিজের চোখে দেখলেও যেন বিশ্বাস হয় না! ছিল মারুতি ৮০০, হয়ে গেল ঝাঁ-চকচকে ‘রোলস রয়েস’! ভাবছেন তো কোন মেজিশিয়ানের জাদু কাঠিতে সম্ভব হল? না কোনও ম্যাজিক নয়! বাস্তবেই এমন অবাক করা পরিবর্তন করে দেখিয়েছেন কেরলের এক যুবক! গাড়ির প্রতি অনেকেরই শখ রয়েছে। কিন্তু শখ থাকলেই তো আর দামি গাড়ি সকলে কিনতে পারেন না। কিন্তু যদি এমনটা সম্ভব হয়, কোনও সাধারণ গাড়িকেই বিলাসবহুল গাড়িতে পাল্টে ফেলা গেল! তা হলে কেমন হবে? যেমন মারুতি ৮০০ কিনা হয়ে গেল রোলস রয়েস!

এ -ও সম্ভব! হ্যাঁ, এমন কীর্তি করে তাক লাগিয়েছেন কেরলের ত্রিশূর এলাকার বাসিন্দা ১৮ বছরের এক তরুণ। মারুতি ৮০০ গাড়িটিকেই রোলস রয়েসের মতো বিলাসবহুল যান বানিয়ে ফেলে চমকে দিয়েছেন হাদিফ। মারুতি ৮০০ থেকে রোলস রয়েস বানানোর এমন আলোড়ন জাগানো কীর্তির ভিডিয়ো সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে তুলে ধরেছেন ফাজিল বশির নামে এক যুবক। তাঁর ভিডিয়োতেই কেরলের তরুণ হাদিফের কাহিনি সকলকে অবাক করেছে।

জানা যায়, বাড়িতে বসে মারুতি ৮০০ দিয়েই রোলস রয়েস গাড়ি তৈরি করেছেন হাদিফ। ছোটবেলা থেকেই গাড়ির প্রতি ঝোঁক হাদিফের। করোনা অতিমারির সময় মোটরবাইকের ইঞ্জিন দিয়েই একটি ছোটখাটো জিপ বানিয়ে তাক লাগিয়েছিলেন ওই তরুণ। এবার বানালেন নিজের স্বপ্নের গাড়ি রোলস রয়েস। কিন্তু কীভাবে এই অসাধ্যসাধন হল?

পুরনো মারুতি ৮০০ গাড়িটি তাঁর এক বন্ধু হাদিফকে দিয়েছিলেন। গাড়িটির অবস্থা এতটাই ঝরঝরে ছিল যে, মারুতিটিকে দিয়েই রোলস রয়েস বানানোর কথা পরিকল্পনা করে ফেলেন তিনি। সেই মতো শুরু হল মারুতি ৮০০ থেকে রোলস রয়েস তৈরির কাজ। মারুতি ৮০০ এবং রোলস রয়েসের সামনের দিকের চেহারাটা আলাদা। রোলস রয়েসের সামনের দিকটা ঠিক যেমন দেখতে, তেমন ভাবেই বানালেন মারুতি ৮০০-কে। গাড়ির বাইরের অংশটাই বদল করেছেন হাদিফ। তবে গাড়ির অন্দরসজ্জায় তেমন কোনও পরিবর্তন করা হয়নি। মারুতি ৮০০-এর মতোই স্টিয়ারিং রয়েছে। তবে এক বন্ধুর মাধ্যমে রোলস রয়েসের সিটগুলি পেয়েছেন হাদিফ। সেই সিটগুলিই ওই গাড়িতে ব্যবহার করেছেন।

আরও খবর- দিঘায় মৎস্যজীবীদের জালে উঠল ১১০ কেজির দৈত্যাকার ‘‌কই ভোলা’‌, বিক্রির দাম জানলে চমকে যাবেন!

ছিল মারুতি ৮০০, হয়ে গেল ঝাঁ-চকচকে ‘রোলস রয়েস’! করে দেখালেন কেরলের তরুণ

গাড়ির কনসোল এবং স্টিয়ারিং বাদামি রঙের করা হয়েছে। গাড়িটি সাদা রঙের। ব্যবহার করা হয়েছে কালো রঙের বনেট। রোলস রয়েস অত্যন্ত বিলাসবহুল গাড়ি। ভারতে এই গাড়ির দাম কয়েক কোটি টাকা। সেখানে মারুতি ৮০০ অনেক সস্তা দেশি গাড়ি। অথচ সস্তা সেই গাড়িটিকে কয়েক কোটির রোলস রয়েসে রূপান্তরিত করলেন ওই তরুণ। জানা গিয়েছে, এ জন্য খরচ পড়েছে মাত্র ৪৫ হাজার টাকা।

হাদিফের এ হেন কাজে উৎসাহ দেয় তাঁর পরিবার। এই কাজকে সমর্থন জানিয়েছেন তার বাবা। কাজের জন্য যা খরচ হয়, তা বাবার থেকেই পান হাদিফ। কয়েক মাসের চেষ্টায় রোলস রয়েস বানিয়েছেন হাদিফ। শুধু এই গাড়িটি বানিয়েই থেমে থাকতে চান না। আগামী দিনে আরও নামী-দামি গাড়ির প্রতিকৃতি বানানোর পরিকল্পনা রয়েছে হাদিফের। ইতিমধ্যেই সেই লক্ষ্যেই পা বাড়িয়েছেন। কেরলের এই তরুণ।

ট্রেন্ডিং খবর