মালদার পুজো মন্ডপ
মহাপঞ্চমীর সন্ধ্যায় ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনের তীব্রতা এতটাই ছিল পুড়ে ছাই হয়ে গেছে গোটা মন্ডপ। গোটা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর কাজ করেন দমকল কর্মীরা। দুর্গাপূজোর শুরুতেই ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজারের রবীন্দ্রভবন এলাকায় একটি পুজো মণ্ডপে। কীভাবে এই বিধ্বংসী আগুন মণ্ডপকে ঘিরে ধরেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি।
জানা যায়, মালদহের আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপ উদ্বোধনের কথা ছিল বৃহস্পতিবার সন্ধ্যায়। পূর্ব পরিকল্পনা মতো আয়োজনও সারা হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ সবাই দেখেন যে, মন্ডপের পার্শ্ববর্তী এলাকা ঢেকে গেছে কালো ধোঁয়ায়। দ্রুত আগুনের লেলিহান শিখার গ্রাস করে গোটা পুজো মণ্ডপকে। স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ২টি ইঞ্জিন। হাজির জেলা পুলিশ সুপার ও ইংরেজবাজার থানার আইসি। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে হাত লাগান দমকলের কর্মীরা। এদিকে পূজো উপলক্ষে চারিদিকে আলোর রোশনাই। বিদ্যুতের তার। তাই আগুন এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। আরো বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
আরও খবর- টানা সাতমাস বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, দুর্গাপুজো মিটলেই কাজ শুরুর বিজ্ঞপ্তি জারি, ভোগান্তির আশঙ্কা
পঞ্চমীর সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড মালদার পুজো মন্ডপে, পুড়ে গেল প্রতিমা
প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে। তবে ঘটনার তদন্ত না হলে সম্পূর্ণ তথ্য সামনে আসা সম্ভব নয়। এই অগ্নিকাণ্ডের ফলে পুড়ে ছাই হয়ে গেছে গোটা পুজো মন্ডপ। পঞ্চমীর সন্ধ্যার এই ঘটনায় স্বাভাবিকভাবেই মনখারাপ পুজো উদ্যোক্তা-সহ স্থানীয়দের। পুজোর শুরুতেই নিরানন্দ অন্ধকার নেমে আসে এখানকার মণ্ডপে।