বাংলাদেশে ডিমের দাম হবে ১২টাকা, কিন্তু কারণ কী? পাশে ভারত

Follw Us Now

বাংলাদেশে ডিমের দাম হবে ১২টাকা, কিন্তু কারণ কী? পাশে ভারত

বাংলাদেশ

বাড়িতে অতিথি হলে ঘরে কিছু না থাকলেও অন্তত একটা ওমলেট করে দিলেই যথেষ্ট! কিন্তু সে ওমলেট টুকু করতে গেল এখন মাথায় হাত পড়তে চলেছে। শত চেষ্টা করেও পারল না বাংলাদেশ, নাগালের বাইরে ডিমের দাম। তবে চিন্তা নেই, কোটি কোটি ডিম যাবে ভারত থেকে। হাঁফ ছেড়ে বাঁচবে দেশটা। ডিমের পর এবার পালা আলুর। ভারতের পণ্য বাংলাদেশে ঢুকলেই কমবে দাম। এই সোজাসাপ্টা মেথডেই চলছে স্ট্র্যাটেজি। কিন্তু এভাবে কতদিন? বাংলাদেশে ডিমের দাম আদৌ কমবে তো? পৌঁছাবে কত টাকায়? বর্তমান পরিস্থিতিতে উঠেছে এ ধরনের নানা প্রশ্ন।

জানা গিয়েছে, পিঁয়াজ, কাঁচালঙ্কা টমেটোর পর বাংলাদেশের বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে পৌঁছাবে কোটি কোটি ডিম। ইতিমধ্যেই বাংলাদেশ সরকার আমদানির অনুমোদন দিয়েছে। সিন্ডিকেটের কবল থেকে ডিমের বাজার বাঁচাতে আপাতত নির্ভর করতে হবে ভারতের উপর। হিসেব বলছে, বাংলাদেশে প্রতিদিন প্রায় ৪ কোটি ডিমের প্রয়োজন। কিন্তু সিন্ডিকেট আর ঘাটতির ডিম কিনতে গিয়ে নাজেহাল আমজনতা। বলা ভালো ডিমের বাজারে আগুন। হু হু করে বাড়ছে ডিমের দাম। মাছ মাংস তো দূর, একটা ডিম খেতে গেলেও দু’বার ভাবতে হচ্ছে।

এদিকে ভারতে কিন্তু বাংলাদেশের তুলনায় ডিমের দাম অনেক কম। এর আগেও দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মুখে একই কথা শোনা গিয়েছে। বলা হয়েছে, প্রয়োজন পড়লেই ভারত থেকে ডিম আমদানি করা হবে বাংলাদেশে। আর সেটাই হতে চলেছে। ভারতে ডিম বিক্রি হয় ৬ থেকে ৭ রুপি পিস দরে। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশে ডিমের দাম শুনলে অবাক হতে হয়। বাংলাদেশে ঢাকার বাজারগুলোতে এখন ডিম বিক্রি হচ্ছে ১৪ টাকা পিস দরে। তবে জায়গা ভেদে দামের হেরফের রয়েছে। আপাতত আমদানি করা ডিম বাংলাদেশ খুচরো বাজারে বিক্রি হবে ১২ টাকা দরে। যদিও ডিম আমদানির ক্ষেত্রে দেশটা কিছু শর্ত আরোপ করেছে।

বলা হয়েছে, আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে, বার্ড ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা মুক্ত ডিম আমদানি করতে হবে। পরিশোধ করতে হবে নির্ধারিত শুল্ক। কখনোই নিষিদ্ধ পণ্য আমদানি করা যাবে না। ডিমের সরবরাহ বৃদ্ধি করতে এবং বাজার স্থিতিশীল রাখতে ইতিমধ্যে প্রায় ১৫ কোটি ডিম আমদানির জন্য অনুমতি পেয়েছে ১৫টি প্রতিষ্ঠান। যার মধ্যে এলসি খুলেছে ৭টি প্রতিষ্ঠান। কিন্তু খটকা একটা জায়গায়। বারো টাকায় ডিম আদৌ মিলবে তো? ইতিমধ্যেই ভারতীয় ডিমের দাম ঊর্ধ্বমুখী। সেক্ষেত্রে এক একটা ডিম বাংলাদেশে পৌঁছাতে খরচ পড়বে অন্ততপক্ষে ১০ টাকা। তার উপর রয়েছে ট্যাক্স। শেষ পর্যন্ত একটা ডিমের দাম কত দাঁড়াবে?

আরও খবর- দিওয়ালির আগে আম-আদমিকে উপহার! বিনামূল্যে এলপিজি সিলিন্ডারের ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলাদেশে ডিমের দাম হবে ১২টাকা, কিন্তু কারণ কী? পাশে ভারত

এদিকে একই অবস্থা আলু নিয়েও। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের মতে, আপাতত পর্যাপ্ত আলু মজুদ রয়েছে। দাম বাড়তে থাকলে, প্রয়োজনে আলুও আমদানি করবে বাংলাদেশ। তবে আপ্রাণ চেষ্টা করা হবে যাতে আলুর দাম সহনীয় থাকে। বর্তমানে কলকাতার খুচরো বাজারে আলুর দাম প্রতি কেজি ২০ থেকে ২৪ রুপি। বাংলাদেশি টাকায় ২৯ থেকে ৩২ টাকা। পাইকারি দর কম। কিন্তু বাংলাদেশের ঢাকার বাজারে প্রতি কেজি আলুর দাম প্রায় ৪৫ থেকে ৫০ টাকা।

ট্রেন্ডিং খবর