বিদ্যাসাগর সেতু
পুজো মিটলেই সমস্যার সম্মুখীন হতে হবে শহরবাসীকে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী তেমনটাই আশঙ্কা করা হচ্ছে। কারণ, পুজোর পরেই দ্বিতীয় হুগলি সেতু আংশিক বন্ধ করা হবে। ১ নভেম্বর থেকে টানা কয়েকমাস আংশিক বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। সেক্ষেত্রে ট্রাফিক অন্যত্র ঘুরিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে। বিটি রোড দিয়ে তখন গাড়ি চলাচল করবে বলে জানানো হয়েছে। কেবিল, বিয়ারিং যাবতীয় সরাবে হুগলি রিভার ব্রিজ কমিশনার (এইচআরবিসি)। এই কাজ চলবে টানা সাত মাস। আর এই বিপুল সময়ে হ্যাপা পোহাতে হবে জনগণকে।
প্রথমে সেতুর দু’দিকের পাইলনের সঙ্গে যুক্ত কেবল মেরামতির কাজ হবে। সেগুলি পরিবর্তন করার পরিকল্পনা রয়েছে। সেইসময় সেতুর দু’পাশের দুটি লেন বন্ধ রাখা হবে। দ্বিতীয় হুগলি সেতুতে মেরামত করার কাজ চলাকালীন যানবাহন থেকে শুরু করে হাঁটাচলা নিয়ন্ত্রিত থাকবে। বাস ও সেতু গাড়ি চলাচল করলেও পণ্যবাহী ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সুতরাং কলকাতা থেকে হাওড়ার মধ্যেই এই সংযোগকারী সেতু দিয়ে যাতায়াত কঠিন হবে। কলকাতা এবং হাওড়ার মধ্যে সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতুতে সেই সময় উঠলে সাধারণ মানুষ বেশ সমস্যায় পড়বেন।
এদিকে যে ভারী লরিগুলি এই সেতুর উপর দিয়ে যাতায়াত করে সেগুলিরও রুট পাল্টে যাচ্ছে। সেক্ষেত্রে এজেসি বোস রোড, ডিএল খান রোডের দিক থেকে আসা লরি ঘুরিয়ে দেওয়া হবে। বিদ্যাসাগর সেতুতে এই পথ ধরেই আসে ভারী লরিগুলি। কেপি ডাফরিন রোড, মেয়ো রোড, নেতাজি স্ট্যাচু, গভর্ণমেন্ট প্লেস ইস্ট, ধর্মতলা, সিআর অ্যাভিনিউ, ভূপেন বোস অ্যাভিনিউ, শ্যামবাজার পাঁচমাথার মোড়, টালা ব্রিজ, বিটি রোড, ডানলপ এবং নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। দ্বিতীয় হুগলি সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে হুগলি রিভার ব্রিজ কমিশন।
অন্যদিকে, রাজ্য প্রশাসন এবং কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা গাড়ি ঘুরিয়ে দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন। তবে লরির যাতায়াত নিয়ন্ত্রণ হয়ে পড়ার বিষয়টি নিয়ে বন্দর কর্তৃপক্ষ আপত্তি তুলেছে। তাই প্রথম দফায় দুটি রাস্তা বন্ধ করা হবে বিদ্যাসাগর সেতুতে। বাকি দুটি খোলা রাখা হবে যাতায়াতের জন্য। এই দুটি খোলা পথও বন্ধ রাখা হবে মেরামতির সময়। তাই বিকল্প পথের পরামর্শ দেওয়া হয়েছে মালবাহী গাড়িগুলিকে। এই দ্বিতীয় হুগলি সেতুর ৬টি লেনের মধ্যে মাত্র দুটি লেন যান চলাচলের জন্য খোলা থাকবে। এই সেতুর রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন ভারী যানবাহনগুলিকেও দ্বিতীয় হুগলি সেতুতে উঠতে দেওয়া নিয়ে চিন্তাভাবনা চলছে।
আরও খবর- কী কাণ্ড! সাইকেল চালাতে হলেও লাগবে লাইসেন্স? কোথায় চালু এই নিয়ম?
টানা সাতমাস বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, দুর্গাপুজো মিটলেই কাজ শুরুর বিজ্ঞপ্তি জারি, ভোগান্তির আশঙ্কা
কলকাতা পুলিশ সূত্রে খবর, এই ভারী যানবাহনগুলিকে দ্বিতীয় হুগলি সেতুতে উঠতে না দিয়ে সেগুলিকে সেন্ট্রাল অ্যাভিনিউ, ভিআইপি রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। তাই হাওড়া হয়ে কলকাতায় আসা বা বেরিয়ে যাওয়ার জন্য ভারী যানবাহনগুলিকে দক্ষিণেশ্বরের নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে। দুর্গাপুজো শেষ হয়ে গেলেও তার পর আছে কালীপুজো। আবার কলকাতায় ক্রিকেট বিশ্বকাপের খেলাও থাকবে। সুতরাং দ্বিতীয় হুগলি সেতুতে দীর্ঘ সময় ধরে যান চলাচল নিয়ন্ত্রিত হলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ার সম্ভাবনাই বেশি।