দিঘা মোহনায় দৈত্যাকার কই ভোলা
EKHON BHARAT :- দিঘা মোহনায় ফের ধরা পরল দৈত্যাকার একটি কই ভোলা। মৎস্যজীবীদের জালে উঠে আসে মাছটি। মস্ত সাইজের এই সামুদ্রিক মাছকে ঘিরে মঙ্গলবার হইচই পড়ে যায় দিঘায়। ইলিশে ভরা মরশুমে দিঘার সমুদ্রে এই বিশাল আকারের কই ভোলা জালে ধরা পড়ায় খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মাছটি বিক্রি হয় চড়া দামে। জানা গিয়েছে, দৈত্যাকার মাছটির ওজন প্রায় ১১০ কেজি। বিশাল ওজনের এই মাছকে জালে জড়াতেই জল থেকে তুলতে রীতিমতো হাঁফিয়ে যান মৎস্যজীবীরা। মৎস্যজীবীদের কথা অনুযায়ী, সমুদ্রে সচারাচর এই মাছ দেখতে পাওয়া যায় না। অত্যন্ত গভীর সমুদ্রের মাছ এটি। এই দানব কই ভোলা ধরা পড়ার খবর মিলতেই চাঞ্চল্য সমুদ্র সৈকতে। দানব মাছ দেখতে লেগে যায় ভিড়।
রোজকার জীবন–জীবিকা নির্বাহ করতে বেরিয়েছিলেন মৎস্যজীবীরা। দু’চোখে স্বপ্ন নিয়ে মাছ ধরতে সমুদ্রে জাল ফেলেছিলেন তাঁরা। কিন্তু মস্ত এই কই ভোলা উঠে আসবে এটা হয়তো ভাবতেও পারেননি। ফলে মৎস্যজীবীদের জালে মাছটি ধরা পড়তে বেজায় খুশি তারা। মৎস্য ব্যবসায়ীদের ধারণা, সম্ভবত পারাদ্বীপ থেকে এসেছে মাছটি। মঙ্গলবার বিশালাকার মাছটিকে তোলা হয়েছে দীঘার আড়তে। তবে এর বাজার মূল্য শুনলে আশ্চর্য হবেন। জানা গিয়েছে, এটির দর উঠেছে ২৫ হাজার টাকা। মস্ত এই কই ভোলা মাছটিকে রপ্তানি করা হবে বাংলাদেশে। বৃষ্টি ভেজা সকালে বিশাল আকৃতির এই কই ভোলা দেখতে ঝাঁপিয়ে পড়ে এলাকার লোকজন। বলা যেতে পারে, এদিন মাছ দেখতে দিঘার মাছ বাজারে লেগেছে মানুষের ভিড়। ওঠে দেদার সেলফিও।
আরও খবর- গন্তব্যে পৌঁছতে গেলে ছাত্র ছাত্রীদের চাপতে হয় কালনা মহারাজ এক্সপ্রেসে
দিঘায় মৎস্যজীবীদের জালে উঠল ১১০ কেজির দৈত্যাকার ‘কই ভোলা’, বিক্রির দাম জানলে চমকে যাবেন!
উল্লেখ্য এর আগেও দিঘায় মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে মস্ত আকারের কই ভোলা মাছ। এরকমই বিশালাকার কই ভোলা উঠেছিল দিঘায়। সেবার মাছটির ওজন ছিল ১৭৫ কেজি। গভীর সমুদ্রের এই মাছ সহজে মৎস্যজীবীদের জালে আসেনি। এছাড়া দানবাকৃতি কই ভেটকিও মাঝে মাঝে দিঘা মোহনায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ে। ২০০ কেজি ওজনের বিশালাকার সামুদ্রিক কই ভেটকি নিয়ে মাসখানেক আগেই শোরগোল পড়ে যায়। প্রায় ৪০ হাজার টাকায় নিলাম হয় সেই মাছটি।