এখন ভারত : সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সঙ্গে নিরলসভাবে কাজ করার পরেও, যাঁরা নিরন্তর সাহিত্য সাধনা করে চলেছেন তাঁদের পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি নামাঙ্কিত বিশেষ পুরস্কার দেওয়া হবে বলে এ বছর থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম বছরে, বাংলার শ্রেষ্ঠ সাহিত্যিকদের মতামত নিয়ে এই বিশেষ পুরস্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কবিতাবিতান’ কাব্যগ্রন্থকে স্মরণে রেখে, তাঁর হাতে তুলে দেওয়া হল।
সোমবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ক্যাথিড্রাল রোডে ‘কবি প্রণাম’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মঞ্চে দাঁড়িয়ে এই বিশেষ পুরস্কারের কথা ঘোষণা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ও বাংলা আকাদেমির চেয়ারম্যান ব্রাত্য বসু। তিনি বলেন, ‘সমস্ত শ্রেষ্ঠ সাহিত্যিক জানিয়েছেন, এই পুরস্কার প্রথম বছরে মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর কবিতাবিতান কাব্যগ্রন্থকে স্মরণে রেখে, বাংলা সাহিত্য চর্চায় তাঁর নিরলস সাধনা ও সার্বিক সাহিত্য কীর্তির জন্যে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির এই বিশেষ পুরস্কার অর্পণ করা হবে।’ এদিনের অনুষ্ঠানে স্বয়ং মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলেও তিনি নিজে হাতে পুরস্কারটি নেননি। বরং ব্রাত্য বসু তা গ্রহণ করেন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন মঞ্চে উপস্থিত তথ্য ও সংস্কৃতি দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন।