মুর্শিদাবাদ থেকে মক্কা, তাও আবার সাইকেলে! আল্লাহর ভরসায় হজ যাত্রায় প্রৌঢ়

Follw Us Now

মুর্শিদাবাদ থেকে মক্কা, তাও আবার সাইকেলে! আল্লাহর ভরসায় হজ যাত্রায় প্রৌঢ়

EKHON BHARAT :- একেই ঘরে নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা, তার উপর বেড়েছে বয়সও। কিন্তু, ধর্মপ্রাণ মুসলিম হয়ে জীবনে অন্তত একবার হজে যাবেন না তা আবার হয় নাকি ? তাই বয়সের পরোয়া না করেই আল্লাহর উপর ভরসা করেই সাইকেল চালিয়ে মুর্শিদাবাদ থেকে মক্কার উদ্দেশে রওনা হলেন সামশেরগঞ্জের নূরেমান শেখ। পাঁচ ওয়াকতের নামাজি ৫৫ বছরের এই ব্যক্তিকে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই।

স্ত্রী, পাঁচ মেয়ে ও চার ছেলেকে বাড়িতে রেখেই সামশেরগঞ্জের প্রত্যন্ত গ্রাম উত্তর মোহাম্মদপুর গ্রাম থেকে আল্লাহর উপর ভরসা করে মক্কার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন তিনি। সাইকেলের উপর ভরসা করে মক্কায় পৌঁছানো মুখের কথা নয়! এইভাবে মক্কা পৌঁছানো দীর্ঘ সময় সাপেক্ষ! অন্তত তার এই যাত্রাপথ ছয় মাসের। তাই আসবাবপত্র থেকে শুরু করে পর্যাপ্ত টাকা ও খাবার নিয়েই হজ করতে বেড়িয়েছেন সামশেরগঞ্জের বাসিন্দা।

নুরেমান শেখ বলে, ‘কয়েকদিন আগেই হজে যাচ্ছি এমন স্বপ্ন দেখি। গরিব মানুষ। বিমানে হজে যাওয়ার মতো সামর্থ আমার নেই। কিন্তু তা সত্ত্বেও স্বপ্নপূরণ করতেই হবে। তাই প্রস্তুতি নিতে থাকি। পাসপোর্টের জন্য পঞ্চায়েত, বিডিও, ডিএমের কাছে আবেদন করেছিলাম। কিন্তু পাসপোর্ট জোগার হলেও বিমানের খরচ জোগার হচ্ছিল না। তাই সাইকেলেই হজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

মুর্শিদাবাদ থেকে মক্কা, তাও আবার সাইকেলে! আল্লাহর ভরসায় হজ যাত্রায় প্রৌঢ়

Medinipur High School বন্ধু স্কুলের ভেতর থেকে সন্ধ্যায় বাচ্চার কান্নার আওয়াজ, শোরগোল মেদিনীপুরের উচ্চবিদ্যালয়ে

ওই প্রৌঢ় এও জানান, ভারত সীমান্ত পেরিয়ে পাকিস্তান, আফগানিস্তান, ইরান হয়ে মক্কায় পৌঁছতে হবে। এরজন্য সময় লাগবে মোট ৬ মাস। তবে তার জন্য প্রতিদিন ৪০ থেকে ৬০ কিলোমিটার সাইকেল চালাতে হবে তাঁকে। মাঝপথে কোনও মসজিদে রাত কাটিয়ে দেবেন। মঙ্গলবার সকালে সকলের কাছ থেকে বিদায় নিয়ে ও সালাম দিয়ে মক্কার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন নূরেমান শেখ।

নুরেমানের স্ত্রী জানিয়েছেন, হজে যাওয়ার জন্য পাসপোর্ট ও ভিসার জন্য অনেক দিন আগে থেকেই তিনি চেষ্টা করছিলেন। কিন্তু বিমানের খরচ বেশি হওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন। তাই সাইকেলেই তিনি হজে যাবেন বলে মনস্থির করেন। আপাতত পাকিস্তান বর্ডার পর্যন্ত যাবেন। সেখানে থেকে যাত্রার অনুমতি পেলে মক্কায় যাবেন।

ট্রেন্ডিং খবর