আনন্দ বাংলা : আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। এরপরই কলকাতার মাটির নীচ দিয়ে ছুটে চলবে মেট্রো। শুনে অনেকেই অবাক হবেন যে এই পরিষেবা তো বহু বছর আগেই চালু হয়েছে। অবশ্য এ শুধু মাটি নয়, রীতিমতো জলের তলা দিয়ে যাত্রী নিয়ে ছুটে চলবে মেট্রো। সব কিছু ঠিক থাকলে ২০২৩ সালের শুরুতেই কলকাতা থেকে হুগলি নদীর তলা দিয়ে মেট্রো রেলে আপনি পৌঁছে যাবেন হাওড়ায়।
এ বিষয়ে ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে দেশে এই প্রথম মেট্রো রেল ছুটবে নদীর তলা দিয়ে। দেশের প্রথম মেট্রো রেলের তকমা আগেই ছিল। এবার কলকাতার মেট্রো রেলের মুকুটে যুক্ত হতে চলেছে দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রো রেল। গঙ্গার তলা দিয়ে মেট্রো রেল ছুটিয়ে এক আশ্চর্য অসম্ভব সম্ভব হতে চলেছে কলকাতাতেই।
এ বিষয়ে কয়েকদিন আগেই কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল কয়েক বছর আগেই। প্রকল্পটি শেষ করতে জোর তৎপরতা সঙ্গে কাজ চলছে। সেই লক্ষ্যে আগামী বছরের শুরুতেই এই রুট চালু হবে পুরোমাত্রায়। এই বিষয়ে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের প্রথম আন্ডারওয়াটার টানেল করিডোরটি হুগলি নদীর তলদেশের ৩৩ মিটার নিচে নির্মিত হয়েছে। ২০২৩ সালের মধ্যে কলকাতা থেকে হাওড়া পর্যন্ত মেট্রো সংযোগ হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। জানা যায়, এই রেলপথটি ১৬.৬ কিলোমিটার দীর্ঘ, পূর্ব-পশ্চিম প্রসারণের মধ্যে ৫২০ মিটার হবে হুগলি নদীর তলায়।
মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে, কলকাতা পূর্ব-পশ্চিম মেট্রো লাইনের এই প্রকল্পটি নির্মিত হচ্ছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের তত্ত্বাবধানে। যাত্রীদের নিরাপত্তা ও সুবিধা দেখভালের দায়িত্বে রয়েছেন কেএমআরসিএল-এর সাইট সুপার ভাইজার মিঠুন ঘোষ। যে কোনও জরুরি পরিস্থিতিতে যাত্রীদের সরিয়ে নেওয়ার জন্য ওই টানেলে ওয়াকওয়ের ব্যবস্থা থাকছে। এমনটাই জানিয়েছেন তিনি। কারণ, যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা দেওয়াই রেলের প্রধান উদ্দেশ্য বলে জানিয়েছেন মিঠুন ঘোষ।