পাকিস্তান জিন্দাবাদ বোলো না’, চিন্নাস্বামী স্টেডিয়ামে পাক সমর্থককে বাধা পুলিশের

Follw Us Now

পাকিস্তান জিন্দাবাদ বোলো না’, চিন্নাস্বামী স্টেডিয়ামে পাক সমর্থককে বাধা পুলিশের

চিন্নাস্বামী স্টেডিয়াম

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচে হুলস্থুল কাণ্ড। এই ম্যাচ চলার সময় কয়েকজন পাক সমর্থকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াল পুলিশ। গ্যালারিতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিতে নিষেধ করা হয়েছে। বাধা দিয়েছে পুলিশ। এমনই দাবি করলেন পাকিস্তানের সমর্থকদের একাংশ। পাকিস্তানি নেটিজেনরা তুমুল হইচই শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় সেই সংক্রান্ত একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে। যদিও বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি বা বেঙ্গালুরু পুলিশের তরফেও সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এখন ভারত ডিজিটাল।

ভিডিওতে দেখা গিয়েছে যে, পুলিশের উর্দি পরে এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। আর পাকিস্তানের জার্সি পরে আছেন এক ব্যক্তি। পুলিশের মতো উর্দি পরা ব্যক্তি কিছু বলছেন। আর পাকিস্তানের জার্সি পরা ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, ‘পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচ হচ্ছে। পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেব না কেন।’

সেই পাকিস্তানি জার্সি পরা ব্যক্তিকে আরও বলতে শোনা যায়, ‘ভারত মাতা কি জয় বলতে পারলে পাকিস্তান জিন্দাবাদ বলা যাবে না কেন?’ তখন সেই পুলিশ সদস্য বলেন, ‘ভারত মাতা কি জয় বলা ভাল, কিন্তু পাকিস্তান জিন্দাবাদ বলা ভাল না।’ তখন সেই সমর্থক প্রত্যুত্তরে বলেন, ‘কেন নয়? পাকিস্তান থেকে এসেছি, পাকিস্তান খেলছে, তাহলে পাকিস্তান জিন্দাবাদ না বলে কী বলব?’

আরও খবর- দোকানে দাঁড়িয়ে ধোসা তৈরি করলেন রাহুল গান্ধী, ভাইরাল ভিডিও

পাকিস্তান জিন্দাবাদ বোলো না’, চিন্নাস্বামী স্টেডিয়ামে পাক সমর্থককে বাধা পুলিশের

এরপর সেই সমর্থক ফোন বের করে বলেন, ‘আপনি যা বললেন, সেটা বলুন। আমি একটি ভিডিও বানাব। আপনি আমাকে বলছেন যে আমি পাকিস্তান জিন্দাবাদ বলতে পারব না।’ তারপর পুলিশের উর্দি পরা ব্যক্তিকে কিছু বলতে দেখা যায়।

ঘটনাকে নিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু করেছে পাকিস্তানি নেটিজেনদের একাংশ। ভারতীয় বোর্ডকে আক্রমণ শানিয়েছেন। যদিও ওই ঘটনার প্রেক্ষিতে ভারতীয় বোর্ড, আইসিসির তরফে কোনও মন্তব্য করা হয়নি। বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি বেঙ্গালুরু পুলিশও।

ট্রেন্ডিং খবর