পেট্রোল-ডিজেলের পর এবার দাম কমল ভোজ্য তেলেরও

Follw Us Now

 এখন ভারত  :পেট্রোল-ডিজেলেরওপর থেকে শুল্ক অনেকটা কম করেছে কেন্দ্র। ফলে এক ধাক্কায় পেট্রোল-ডিজেলের দাম বেশ খানিকটা কমেছে। এবার দাম কমল সর্ষের তেলের। ভারতে ভোজ্যতেলের বিপুল অংশ আসে ইন্দোনেশিয়া থেকে। সেখানে রফতানি চালু হয়েছে। ফলে বাজারে পাম তেলের জোগান বাড়ায় ভারতের বাজারে ভোজ্যতেলের দাম কমছে। কাচ্চি ঘানি সর্ষের তেলের দাম টিন প্রতি ৪০ টাকা করে কমেছে। 

ইন্দোনেশিয়া ভোজ্য তেল রফতানি বন্ধ করে দেওয়ায় গোটা বিশ্বেই ভোজ্যে তেলের দাম এক লাফে বেড়ে যায়। এবার সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তারা। ফলে ভারতেও অধিকাংশ তৈল বীজের দাম কমতে শুরু করেছে। গত সপ্তাহেই সর্ষের দাম কুইন্টালে কমপক্ষে ১০০ টাকা কমেছে। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বাড়ায় সয়াবিন তেলেরও দাম বেড়েছিল। এবার সয়াবিন তেলেরও দাম প্রতি কুইন্টালে প্রায় ১০০ টাকা কমেছে। এর পাশাপাশি বাদাম তেলের দামেও ১৫ কেজির টিনে দাম কমেছে ২৫ টাকা। পামোলিন তেলের দাম ৫২০-৬০০ টাকা কমেছে। 

ভোজ্যতেলের প্রধান জিনিস হচ্ছে পাম তেল। যা মূলত আসে ইন্দোনেশিয়া থেকে। ক্রুড পাম অয়েলের দাম কমলে স্বাভাবিকভাবেই অন্য তেলেরও দাম কমে। গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে কুইন্টাল প্রতি ক্রুড পাম তেলের দাম কমেছে ৫০০ টাকার মতো। তার ফলেই বিভিন্ন ভোজ্যতেলেরও দাম কমছে। 

ট্রেন্ডিং খবর