রেশন দুর্নীতি
রেশন দুর্নীতিতে গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, যা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দুর দাবি, ‘‘উনি তো এস্টাবলিশড লায়ার।’’ বিজেপি কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে হস্তক্ষেপ করে না বলে দাবি করে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে বলেন, ‘‘আমি ওনাকে বলবো যে, জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যাওয়ার প্রতিবাদে সিজিও কমপ্লেক্সে ধর্নায় বসুন।
এর আগে যেভাবে আপনি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের জন্য ধর্না এবং ফিরহাদ হাকিমের ও অন্যান্যদের গ্রেফতারের সময় সিজিও কমপ্লেক্সে আইন ভেঙে আন্দোলন করেছিলেন।’’রাজ্যের একের পর এক মন্ত্রী গ্রেপ্তার হওয়ায় কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।
আরও খবর- দুর্গা কার্নিভাল আমন্ত্রণ পেলেন না খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস !
একের পর এক মন্ত্রী গ্রেপ্তার – মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর
এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দুর কথায়, ‘‘ওনার যদি মনে হয় রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কাউকে হেনস্তা করছে তার জন্য উনি শীর্ষ আদালতে যান না। তা না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে ইডি কিংবা সিবিআই তদন্তে গেলেই চোরেদের বাঁচাতে সরব হচ্ছেন।’’