পুর্ব লাদাখ থেকে অরুণাচলে
(Arunachal) ক্রমাগত সেনা বহর বাড়িয়ে চলেছে চিনা ফৌজ (China
Army)। এরই মধ্যে অসমে অত্যাধুনিক সামরিক অস্ত্রের শক্তি প্রদর্শন করল ভারত (India)৷ শুক্রবার ‘পিনাক’ (Pinaka) এবং ‘স্মেরক’ (Smerch) এর মতো মাল্টিপল রকেট লঞ্চারের (Multipal rocket Launcher )ক্ষমতা প্রদর্শন করল ভারত।
পিনাক’ হল এমন এক ধরনের স্বয়ংক্রিয় রকেট আর্টিলারি সিস্টেম যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৮ কিলোমিটার অবধি শত্রুপক্ষের ওপর আঘাত আনতে সক্ষম। ৬ ব্যাটারির এই রকেট ৪৪ সেকেন্ড অবধি বের হতে পারে। যা ৮০০ মিটার থেকে ১০০০ মিটার অবধি নষ্ট হতে পারে।
এই স্বয়ংক্রিয় অস্ত্র সম্পর্কে লেফটেন্যান্ট কর্ণেল সরথ বলেন, ‘পিনাক’ একটি স্বয়ংক্রিয় মাল্টিপল রকেট লঞ্চার। এর প্রস্তুতকারক ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অরগানাইহেশন (Defence Research and Devolopment
Organisations) ।
এটা এমনভাবে তৈরি করা হয়েছে যা বেশ কয়েকধরনের রকেট নিয়ে একসঙ্গে হামলা করতে সক্ষম৷ প্রতিপক্ষ শিবিরের লক্ষ্যবস্তুতে দ্রুত আঘাত আনতে সক্ষম এই বিশেষ ধরনের অস্ত্র৷
স্মার্চ’ হল ভারতীয় সেনার (Indian Army) সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র। যা ৯০ কিলোমিটারের মধ্যে শত্রুপক্ষকে ধ্বংস করতে সক্ষম৷ ৪ ব্যাটারির এই সামরিক অস্ত্র ৪০ সেকেন্ডে ৪৮ টি অবধি রকেট ছাড়তে সক্ষম।
স্মার্চ মেজর শ্রীনাথ বলেন, ভারতীয় সেনাবাহিনীতে স্মার্চ অত্যন্ত ঘাতক হাতিয়ার। এর মধ্যে ১২ টি টিউব রয়েছে। ৪০ সেকেন্ডে ১২ টি টিউব থেকেই রকেট বের হতে পারে৷