EKHON BHARAT :- উপস্থিত বুদ্ধি আর সাহসের জোরে মানুষ বহু কঠিন পরিস্থিতি সামলে ওঠেন। এমনকী, প্রাণে বেঁচে যাওয়ার ঘটনাও ঘটে। অনেক সময় ছোটদের সাহস আর বুদ্ধির কাছে হার মানতে হয় বড়দেরও। ঠিক যেভাবে মালদহের দুরন্ত বালক পঞ্চম শ্রেনির এক ছাত্র জীবনের ঝুঁকি নিয়ে কয়েক’শো যাত্রীর জীবন রক্ষা করল। সেই ছবি ছড়িয়ে পড়তেই খুদের সাহসের তারিফ করেছেন রেলকর্তারাও।
শুধুমাত্র এক স্কুল ছাত্রের উপস্থিত বুদ্ধির জোরেই বড়সড়ো দুর্ঘটনা থেকে বাঁচাল শিয়ালদহ শিলচরগামী কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস। রক্ষা পেলেন ওই ট্রেনে থাকা কয়েক’শ যাত্রী। নিজের জীবনের পরোয়া না করে এই ছোট্ট কিশোর যাত্রীবাহী সুপারফাস্ট ট্রেনের কয়েক’শ যাত্রীর জীবন বাঁচাল। আর সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ওই ছাত্রকে বাহবা জানিয়েছেন রেল আধিকারিক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও।
রেল সূত্রে খবর, ঘটনাটি ঘটে শুক্রবার দুপুর সাড়ে ৩টে নাগাদ। দুরন্ত গতিতে ছুটে চলছিল আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালদা জেলার ভালুকা রোড স্টেশন পেরিয়েছে। সেই সময় ট্রেন লাইনের পাশ দিয়ে বাড়ি ফিরছিল ৮ বছরের বালক মুরসালি শেখ। যে রেললাইন ধরে এক্সপ্রেস ট্রেনটির আসার কথা, সেখানে একটি জায়গায় বড় গর্ত দেখতে পায় মুরসালি। তার মনে প্রশ্নে জাগে, রেললাইনে উপর এত বড় গর্তের ফলে কোনও বিপদে পড়বে না তো ট্রেনটা? তড়িঘড়ি নিজের পরনের লাল গেঞ্জি খুলে ট্রেনের ট্রাকে দাঁড়িয়ে সংকেত দিতে থাকে চালককে। লাল সংকেত দেখে চালক এমারজেন্সি ব্রেক কষে ট্রেনটি দাঁড় করান।
গায়ের লাল টি-শার্ট খুলে ওড়াতে ওড়াতে ছুট বালকের, দুর্ঘটনার থেকে রক্ষা পেলেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীরা
স্কুলের ভিতরেই হেডমাস্টার-সহ শিক্ষক ধাক্কাধাক্কি ! ভাইরাল ভিডিও দেখে তোলপাড় বর্ধমান
ফলে বড়সড় বিপদ থেকে রক্ষা পায় ট্রেনটি। এই বালকের জন্যে প্রাণে বেঁচে যান ট্রেনের কয়েক’শ যাত্রীর। এরপর রেলকর্মীরা ছুটে এসে আপ লাইন মেরামতি করে। ট্রেনটি সুষ্ঠভাবে গন্তব্যে পৌঁছায়। এই বয়সে নিজের জীবনের তোয়াক্কা না করে এই বালক যেভাবে বহু মানুষের জীবন বাঁচাতে বিপদের সম্মুখীন হয়েছে, তা সত্যিই নজির বিহীন। স্বাভাবিকভাবে ছাত্রের এই কৃতিত্বে খুশি তার পরিবার-সহ গোটা গ্রাম। তার সাহস আর বুদ্ধি আটকে দিল আরও একটি রেল দুর্ঘটনা।