এই পোশাকগুলো পরে আর ঢোকা যাবে না পুরীর মন্দিরে, শীঘ্রই চালু নয়া বিধি

Follw Us Now

এই পোশাকগুলো পরে আর ঢোকা যাবে না পুরীর মন্দিরে, শীঘ্রই চালু নয়া বিধি

পুরীর জগন্নাথ মন্দির

EKHON BHARAT :- মন্দির হোক বা কোন পর্যটন স্থান ! নতুন কোনও জায়গায় গেলেই আমরা নিজেদের পছন্দ মতন পোশাক পরে সেজেগুজে যাই। কিন্তু এবার থেকে নিজের পছন্দ অনুযায়ী পোশাক পরে গেলে ঢোকা যাবে না এই মন্দিরে। চালু হতে চলেছে কড়া নিয়মবিধি।

পুরীর জগন্নাথ মন্দিরে এবার চালু ড্রেস কোড। ‘সভ্য’ পোশাক না পরলে কোনও ভক্তকেই আর দর্শনে অনুমতি দেওয়া হবে না। আর ছেঁড়া জিন্স, হাতকাটা টিশার্ট বা হাফ প্যান্ট পরে আর ঢোকা যাবে না জগন্নাথ মন্দিরে। কর্তৃপক্ষ জানিয়েছে, কোনও অশোভনীয় পোশাক পরে মন্দিরে ঢোকা যাবে না। সম্পূর্ণ শরীর ঢাকা পোশাক পরতে হবে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে চালু কার্যকর হবে নয়া নিয়মবিধি।

জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, মন্দিরে পুজো দিতে এসে অনেকেই উপযুক্ত পোশাক পরছেন না। তাই এবার পোশাকবিধি চালু করার পথে হাঁটছে মন্দির কর্তৃপক্ষ। কী কী পোশাক পরে মন্দিরে প্রবেশ করা যাবে না, তা কার্যত স্পষ্ট করে দিয়েছে তারা।

মহিলাদের ক্ষেত্রে স্লিভলেস পোশাক, পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে ছেঁড়া জিন্স এবং হাফ প্যান্ট পরে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশে অনুমতি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন। মন্দিরের ঐতিহ্য বুঝে পবিত্র এবং সভ্য পোশাক পরে দর্শনে আসতে অনুরোধ করা হয়েছে পুণ্যার্থীদের। প্রবেশের মুখে প্রত্যেকের পোশাক চেকিং হবে বলেও জানা গিয়েছে।

এ প্রসঙ্গে শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের মুখ্য প্রশাসক রঞ্জনকুমার দাস জানিয়েছেন, আমরা কোনও নির্দিষ্ট কোনও পোশাকবিধি চালু করছি না। তবে মন্দিরে পুজো দিতে গেলে অশোভনীয় বা আপত্তিকর কোনও পোশাক পরা চলবে না। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এই পোশাকবিধি কঠোরভাবে সকলকে মেনে চলতে হবে। অশোভনীয় পোশাক পরে এলে মন্দিরে ঢুকতে দেওয়া হবে না।”

আরও খবর-  কালো মেঘে ঢাকবে আকাশ! একটু পরেই ফের আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! ভাসবে এই জেলাগুলি

এই পোশাকগুলো পরে আর ঢোকা যাবে না পুরীর মন্দিরে, শীঘ্রই চালু নয়া বিধি

ছেঁড়া জিন্স, হাতকাটা টিশার্ট বা হাফ প্যান্ট এধরনের পোশাক শুধুমাত্র অশোভনীয় নয়, পবিত্র স্থানের অবমাননাকরও বটে। এমনটাই মনে করেন মুখ্য প্রশাসক। সেইসঙ্গে একথাও স্পষ্টভাবে জানানো হয়েছে, ১২ বছর বয়সি বা বয়স তার কম হলে এই পোশাকবিধি মানতে হবে না।

ট্রেন্ডিং খবর