আফগানিস্তানে ভয়ঙ্কর ভূমিকম্প
EKHON BHARAT :- আফগানিস্তানে ফের ভয়ঙ্কর ভূমিকম্পন আঘাত হানল। বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। ধ্বংস হয়েছে একের পর এক গ্রাম। তালিবান মুখপাত্র বলেছেন, আফগানিস্তানের পশ্চিমে শক্তিশালী ভূমিকম্পে প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছে। পশ্চিম আফগানিস্তানের ইরান সীমান্তের কাছে ঘটে যাওয়া এই শক্তিশালী ভূমিকম্পের পরও বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৬.৩।
শনিবার আফগানিস্তানের উত্তর-পশ্চিমের হেরাট প্রদেশে আঘাত হানে বিধ্বংসী ভূমিকম্প। মুহুর্মুহু খেলনার মতো ভেঙে পড়েছে ঘরবাড়ি, বহুতল। ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল শুরু হয়েছে আফগানিস্তানে। যত সময় এগিয়েছে জমতে শুরু করেছে লাশের পাহাড়। আজ রবিবার সকালে তালিবানি মুখপাত্রের তরফে জানানো হয়েছে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২ হাজার ছুঁইছুঁই।
ভূমিকম্পের উৎসস্থল ছিল হেরাট থেকে ৪০ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পের পরে আরও পাঁচটি ‘আফটার শক’ অনুভূত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। ধ্বংস হয়ে গিয়েছে ছয়টি গ্রাম। ধ্বংসাবশেষে চাপা পড়ে শয়ে শয়ে মানুষ প্রাণ হারিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে। আটকে থাকা লোকজনকে উদ্ধারে জোর প্রচেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা।
এদিকে, মৃতের সংখ্যার নিরিখে আফগানিস্তান তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের মুখপাত্র আবদুল ওয়াহিদ রায়ান জানান, হেরাটের ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রাথমিকভাবে বেশি বলা হয়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের একটি রিপোর্টে বলা হয়েছে, এই কম্পনের জেরে ৪৬৫টি বাড়ি ধ্বংস হয়েছে এবং আরও ১৩৫টি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে প্রত্যন্ত গ্রামীণ এলাকার বাড়িঘর ধসে পড়ে। শহুরে এলাকায় আতঙ্ক ছড়ায়।
আরও খবর- ১৫ অক্টোবরেই ছুটবে বাংলার প্রথম এসি লোকাল! চড়তে গেলে খরচা কত? জানুন
বিধ্বংসী ভূমিকম্পে আফগানিস্তানে প্রাণ হারালেন অন্তত ২০০০, আর্তনাদ তালিবানদের
উল্লেখ্য, এর আগে ২০২২ সালের জুন মাসে এমনই এক বিধ্বংসী ভূমিকম্পের সাক্ষী থেকেছিল আফগানিস্তান। সেই ভূমিকম্প আঘাত হেনেছিল পূর্ব আফগানিস্তানে। পাকিস্তানের উত্তরপশ্চিম সীমান্ত লাগোয়া পার্বত্য অঞ্চলের সেই ভূমিকম্প প্রাণ কেড়েছিল প্রায় ১০০০ জনের।