EKHON BHARAT :- সামনেই আসছে ক্রিকেট বিশ্বকাপ। এমন সময় ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ সুখবর। কোহলি-রোহিত-বুমরাহদের পারফরম্যান্স ও বা স্কোরলাইন রাখতে নজর রাখতে হতো অন্যান্য প্ল্যাটফর্মে। কিন্তু এবার সেই সব পোস্ট দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ থেকেই। ভাবছেন কীভাবে সম্ভব? আজ আপনাকে সেই পদ্ধতিই জানাতে চলেছি-
ভারতে তাদের চ্যানেলস ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। এই ফিচার চালু করার ঘোষণার পরে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এবার বিসিসিআই’ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড ‘Indian Cricket Team’ নামে একটি WhatsApp চ্যানেল তৈরি করেছে। এই চ্যানেলস ফলো করে আসন্ন বিশ্বকাপের পোস্ট এবং টিম ইন্ডিয়া সম্পর্কে প্রতিনিয়ত আপডেট পেতে পারবেন। এখানে ইউজাররা সহজেই পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ সম্পর্কিত আপডেট পেতে পারবেন।
হোয়াটসঅ্যাপ-এ ভারতীয় ক্রিকেট দলকে কীভাবে অনুসরণ করবেন জেনে নিন-
এর জন্য অবশ্যই লেটেস্ট ভার্সনে ইনস্টল করতে হবে মেসেজিং অ্যাপটি। এরপর আপনার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
চ্যাট ট্যাবের পাশে একটি নতুন আপডেট ট্যাব দেখা যাবে।
এবার এই আপডেট অপশনে ক্লিক করতে হবে।
এখন বন্ধুদের স্টেটাস আপডেট এবং স্টেটাস আপডেটের নিচে চ্যানেল বিকল্পটি দেখা যাবে।
এই অপশনে এসে ইন্ডিয়ান ক্রিকেট টিম সার্চ করতে হবে। স্ক্রিনে ওই চ্যানেল ফুটে উঠলে পাশে থাকা ফলো বাটনে ক্লিক করতে হবে।
এরপর ফলো বাটনে ক্লিক করলেই নিয়মিত ভারতীয় দল সম্পর্কে সর্বশেষ আপডেটগুলি পাবেন।
রেলের তথ্যানুসন্ধান দফতরে কর্মব্যস্ত হনুমানজি! দেখুন ভিডিও
হঠাৎ বদলে গেল এই ‘বিখ্যাত’ স্টেশনের নাম! আসল কারণ জানলে স্যালুট জানাবেন আপনিও