EKHON BHARAT :- প্রতিটি জায়গার নামের সঙ্গে জড়িয়ে থাকে কোন না কোন বিশেষ ব্যক্তিত্ব বা কোন কারণ। এবার রাতারাতি নাম বদলে গেল দেশের এক স্টেশনের। পুজোর ছুটিতে আপনি যদি জম্বু-কাশ্মীর যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। নাম বদলে দেওয়া হয়েছে একটি বিখ্যাত স্টেশনের। যদিও আচমকাই স্টেশনের নাম বদলের পেছনে রয়েছে বড় এক কারণ।
প্রথমেই বলে রাখি বদলে দেওয়া হয়েছে জম্মু ও কাশ্মীরের উধমপুর রেল স্টেশনের নাম। এই স্টেশনের এখন নতুন নাম করণ করা হয়েছে শহীদ ক্যাপ্টেন তুষার মহাজনের নামে। মনে প্রশ্ন আসা স্বাভাবিক কে এই তুষার মহাজন? কেনই বা তাঁর নামে রাখা হল চেনা প্রাচীন এই স্টেশনের নাম?
উল্লেখ্য, ২০১৬ সালে পুলওয়ামায় জম্মু ও কাশ্মীর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে হামলা চালায় জঙ্গিরা। সেই সময় জঙ্গিদের বিরুদ্ধে সেনাবাহিনীর নেতৃত্ব দেন ক্যাপ্টেন তুষার ও তাঁর সহকর্মীরা। ক্যাপ্টেন তুষার এক জঙ্গিকে খতমও করেন। কিন্তু যুদ্ধক্ষেত্র মানেই শত্রুকে দমন করতে প্রাণ হাতে ঝাপিয়ে পড়তে হয় ময়দানে। সহযোদ্ধাদের রক্ষা করতে গিয়ে চার-চারটি গুলি ঝাঁঝরা করে দেয় তুষারকে। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁকে আর বাঁচানো যায়নি এই যোদ্ধাকে।
হঠাৎ বদলে গেল এই ‘বিখ্যাত’ স্টেশনের নাম! আসল কারণ জানলে স্যালুট জানাবেন আপনিও
পুজোর আগে উর্ধ্বমুখী মদের দাম! বাজার থেকে গায়েব সস্তার হুইস্কি-বিয়ার
তাঁর পরিবার সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই সেনাবাহিনীতে ভর্তি হওয়ার স্বপ্ন দেখতেন তুষার। ক্লাসে প্রবন্ধ লিখতে বলা হলে তুষার নিজের লক্ষ্যের কথা জানায়। সেই সময় সে লিখেছিল সেনাবাহিনীতে যোগ দিয়ে সে সন্ত্রাসীদের নির্মূল করবে। মাত্র ১৬ বছর বয়সে তুষার ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে নির্বাচিত হন। ক্যাপ্টেন তুষার মহাজন ছিলেন ৯-প্যারা অফিসার।
উধমপুর রেল স্টেশনটি জম্মু ও শ্রী বৈষ্ণো দেবী কাটরা রেলওয়ে স্টেশনের মধ্যে অবস্থিত। ক্যাপ্টেন মহাজনের বাবা-মা কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের কাছে এই রেল স্টেশনের নাম পরিবর্তনের দাবি দীর্ঘদিন ধরে করে আসছিলেন। অবশেষে তার দাবি পূরণ হয়। ক্যাপ্টেন তুষারের পরিবারের আর্জি মেনে সন্তানহারা মা-বাবার ইচ্ছে সত্যি হল। পাল্টে গেল উধমপুরের স্টেশনের হলুদ বোর্ড। জ্বলজ্বল করে উঠল শহিদ ক্যাপ্টেন তুষারের নাম।