Union Bank এ গ্ৰুপ সি ক্লার্ক পদে কর্মী নিয়োগ, শীঘ্রই আবেদন করুন

Follw Us Now

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ভারতের বিখ্যাত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক Union Bank এর পক্ষ থেকে দেশজুড়ে গড়ে ওঠা বিভিন্ন শাখা গুলিতে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাঙ্কের শাখা গুলিতে মাসিক মোটা বেতনে স্থায়ী পদে গ্ৰুপ ‘সি’ লেভেলের প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। ভারতের যে কোনো রাজ্যের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন বেকার যুবক যুবতীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া হল।

আবেদন করার নিয়মাবলী:-
Union Bank এর পক্ষ থেকে প্রকাশিত সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদন জানাতে হলে চাকরিপ্রার্থীকে সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে-

১) প্রথমেই Union Bank এর অফিসিয়াল ওয়েবসাইট www.unionbankofindia.co.in এ ভিজিট করতে হবে।

২) সেখান থেকে ‘Recruitment’ লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) এবার যে নতুন পেজ খুলবে সেখানে ‘Click to view the Current Recruitment’ লিঙ্কে ক্লিক করলে Recruitment এর অপশন আসবে।

৪) এখন অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখিত শূন্যপদটিকে নির্বাচন করে ‘CLICK HERE TO APPLY ONLINE’ অপশনে ক্লিক করুন।

৫) এরপর যে নতুন পেজ খুলবে সেখান থেকে ‘Click Here For New Registration’ লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় সব তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

৬) রেজিস্ট্রেশনের পর সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে একটি User Id ও Password দেওয়া হবে। সেটা দিয়ে Login করলে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম মিলবে।

৭) সেই ফর্মে নির্দিষ্ট স্থান অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিয়ে ফিলাপ করে Save and Next button এ ক্লিক করুন।

৮) যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে ফের Save and Next button এ ক্লিক করতে হবে।

৯) এবার নির্ধারিত আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হবে।

১০) মনে রাখবেন, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ও অ্যাপ্লিকেশান ফি এর রিসিপ্ট কপির একটি করে প্রিন্ট আউট বের করে অবশ্যই নিজেদের কাছে রাখবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি:-
সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে বেছে নেওয়া হবে। এরপর তাদের ৬ মাসের ট্রেনিং শেষে স্থায়ী পদে চাকরিতে নিয়োগ করা হবে।

শূন্যপদের নাম:-
Single Window Operator- ‘A’/Clerk।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা:-
উল্লেখিত শূন্যপদে চাকরির জন্য চাকরিপ্রার্থীর ভারত সরকার স্বীকৃত যে কোনো ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্ৰি থাকতে হবে। বয়স হতে হবে ১৮-২৮ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক SC, ST প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।

বেতন কাঠামো:-
সংশ্লিষ্ট শূন্যপদে নিযুক্ত কর্মীরা প্রতি মাসে ১৭,৯০০-৪২,৯২০ টাকা পর্যন্ত বেতন পাবেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস:-
অনলাইন মাধ্যমে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি হল-

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।
২) আধার কার্ড বা ভোটার কার্ড স্ক্যান করা।
৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক ডিগ্রি পাসের মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।
৪) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকলে তার স্ক্যান করা।
৫) কাস্ট সার্টিফিকেট থাকলে তা স্ক্যান করা।
৬) স্পোর্টস কোয়ালিফিকেশন সার্টিফিকেটের স্ক্যান।
৭) এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান।
৮) আবেদনকারীর নিজের সিগনেচার স্ক্যান করা।
৯) লেফট থাম্ব ইমপ্রেশন স্ক্যান করা।
১০) সেলফ ডিক্লিয়ারেন্স সার্টিফিকেট স্ক্যান করা।

নির্ধারিত আবেদন মূল্য:-
জেনারেল ক্যাটাগরির ও OBC ক্যাটাগরির প্রার্থীদের  ৮৫০ টাকা করে এবং SC, ST, PwBD প্রার্থীদের ১৭৫ টাকা করে জমা করতে হবে।

আবেদন প্রক্রিয়া শুরু ও শেষের তারিখ:-
এই পদে কর্মী নিয়োগের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ১৯/০৪/২০২৩ থেকে শুরু হয়েছে, চলবে আগামী ৯/০৫/২০২৩ রাত ১১টা ৫৯ মিঃ পর্যন্ত।
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন।

ট্রেন্ডিং খবর