কাদায় লুটোপুটি খাচ্ছেন লাস্যময়ী সুন্দরী! বডি ম্যাসাজেরই নাকি অঙ্গ

Follw Us Now

শরীর সুস্থ রাখতে কত মানুষ কত কসরতই না করেন। বিভিন্ন বডি ম্যাসাজ যেমন আমাদের শরীরকে সুস্থ ও নীরোগ রাখে তেমনি মানসিক প্রশান্তিও এনে দেয়। তাই বলে কাদায় শুয়ে লুটোপুটি! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক নতুন ধরনের বডি মাসাজ। যা দেখে শুধু আপনি কেন, একটি বাচ্চাও হেসে লুটোপুটি খাবে একথা হলফ করে বলতে পারি। আবার এমনও হতে পারে যে আপনিও এমন ধরনের মাসাজ নেওয়ার জন্য ছুটবেন।

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই নিত্য নতুন ফটোশুট ভাইরাল হয়। কখনও সেই ধরনের ফটোশুট নেটিজেনদের মন কেড়ে নেয়। অনেক সময় আবার কিছু বিষয়কে কেন্দ্র করে তুমুল বিতর্কে সৃষ্টি হয়। তবে সম্প্রতি একটি নতুন ফটোশুট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভাইরাল হওয়া পোষ্টের সঙ্গে যেমন মডেল ফটোশুটের যোগ রয়েছে, তেমনভাবেই যোগ রয়েছে অভিনব বডি ম্যাসেজের। বলা যেতে পারে, তা হাস্যকর হলেও অনেকের কাছেই বেশ উপকারী। আসুন জেনে নেওয়া যাক আসলে বিষয়টি-

 

View this post on Instagram

 

A post shared by Francia James (@francety)


বর্তমান সময়ে ফুট ম্যাসাজ, হ্যান্ড ম্যাসাজ বা কোনও পার্লারে গিয়ে বডি ম্যাসাজের কথা আমরা অনেকেই শুনেছি । কেউ কেউ আবার সেই পরিষেবাও নিয়েছেন। কিন্তু তাই বলে কর্দমাক্ত হয়ে বডি ম্যাসাজ একথা আদৌ কেউ কখনও শুনেছেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে! বর্তমানে এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একজন মডেলকে কাদায় শুয়ে মাখামাখি করে ম্যাসাজ নিতে দেখা যাচ্ছে। ভাবছেন তো কাদায় আবার কেমনভাবে ম্যাসাজ হয়? শুনলে আরও আশ্চর্য হবেন, ভাইরাল এই ভিডিওতে শুধুই ম্যাসাজ নয় বরং তার সঙ্গে দেখা যাচ্ছে শরীরী অঙ্গভঙ্গি করতেও। স্বাভাবিকভাবেই লাস্যময়ী সেই মডেলের ভিডিয়োটি নজর কেড়েছে অধিকাংশ মানুষের।

ভিডিওতে দেখা যায়, একজন মহিলা কাদায় শুয়ে আছেন। আর কেউ একজন তাকে কাদা মাখিয়ে বডি ম্যাসাজ করে দিচ্ছেন। বিভিন্ন রকম অঙ্গভঙ্গিও করছেন ওই মহিলা। ভিডিয়োটি বিদ্যুৎ গতিতে ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামে ভাইরাল এই ভিডিয়োটি এখনও পর্যন্ত কয়েক লাখ লাইক এবং প্রচুর ভিউ হয়েছে। শেয়ারও হয়েছে অজস্র। অবশ্য এমন বডি ম্যাসাজ সোনা মাত্রই যে বেশ আকর্ষণীয় তা বলাই বাহুল্য। ভরে গিয়েছে কমেন্ট বক্সও। একজন লিখেছেন, “এমন ম্যাসাজ করতে কে না পছন্দ করবে।” অপর একজন কমেন্ট করেছেন, “ভাইরাল হওয়ার জন্য এসব করে অনেকেই।” তবে এক্ষেত্রে শুধুই ভাইরাল নাকি এভাবে কাদামাখার পেছনে সত্যি কোনও উপকারিতা আছে, সে প্রশ্ন থেকেই যাচ্ছে।

ট্রেন্ডিং খবর