চড়া মেকআপ, সঙ্গে লাখ টাকার স্পোর্টস বাইক! Zomato গার্লকে দেখে খাবার অর্ডারের হিড়িক শুরু

Follw Us Now

চড়া মেকআপ, সঙ্গে লাখ টাকার স্পোর্টস বাইক! Zomato গার্লকে দেখে খাবার অর্ডারের হিড়িক শুরু

Zomato গার্ল

মহিলা হোক বা পুরুষ সৎপথে রোজগার করলে কোনও কাজে ছোট নয়। বর্তমান সময়ে মহিলারাও ঘর সংসার সামলে বেরিয়ে পড়েন রোজগারের জন্য বাইরে। তবে অধিকাংশ ক্ষেত্রে তাদের দেখা যায় যে সময়ের অভাবে সুন্দরভাবে পছন্দ অনুযায়ী সেজেগুজেও বেরোতে পারেন না। কিন্তু এই মেয়েটি একেবারে উল্টো। রোজগার করবো ঠিক আছে তাই বলে সাজবো না সময় অভাবে ! তা আবার হয় নাকি! একেবারে ফাটাফাটি সাজ দিয়ে বেরিয়ে পড়েছেন অর্থ উপার্জনের জন্য। তবে তাকে দেখে বোঝা মুশকিল তিনি অর্থ উপার্জনের জন্য বেরিয়েছেন নাকি সাম্প্রতিক সময় কিছু বাবা-মায়ের বিগড়ে যাওয়া ছেলে মেয়ের মতো রাস্তায় বেরিয়ে পড়েছেন বাইক নিয়ে।

কারণ এই তরুণীকে দেখা যাচ্ছে চড়া মেকআপ, স্পোর্টস বাইকে চেপে যাচ্ছেন। তবে তার পিঠের দিকে তাকালেই আপনার ভুল ভাঙবে। আসলে ওই যে কথায় আছে যে রাধে এসে চুল বাধে। জানা যায়, তিনি খাবার ডেলিভারি Zomato গার্ল। তরুণী যখন ডেলিভারি করতে রাস্তায় নামল। তাকে দেখে অবাক মানুষজন। আর সেই ভিডিও’ই এবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন হাজার হাজার ভিডিও ভাইরাল হয়। তার মধ্যে থেকে কিছু কিছু ভিডিও মানুষের মন চুরি করে নেয়।

ভিডিও দেখার পর আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না।  পেটের তাগিদে অনেকেই খাবার ডেলিভারির কাজ করে থাকেন। ছেলে-মেয়ে নির্বিশেষে ফুড ডেলিভারির কাজের সঙ্গে যুক্ত। কিন্তু সম্প্রতি এমন এক ডেলিভারি গার্লের ভিডিও সামনে এসেছে যাকে দেখে ঘাম ঝরতে শুরু করেছে নেটপাড়ায়। বিশেষ করে পুরুষদের হৃদয়ে ঝড় ওঠার জোগার।

সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হচ্ছে এই ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে চড়া মেক আপ, স্পোর্টস বাইক চড়ে খাবার ডেলিভারি করছেন এক Zomato ডেলিভারি গার্ল। তবে একজন মহিলা হয়ে খাবার ডেলিভারি করার জন্য তিনি যত না ভাইরাল হয়েছেন তার চেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে উঠেছে মেয়েটির স্পোর্টস বাইক এবং তার পোশাকের জন্য। ভিডিওতে দেখা যায়, মেয়েটি রাস্তায় বের হওয়া মাত্র তাকে দেখে সকলেই ভিরমি খেতে শুরু করেছেন। কারণ তার পিঠে রয়েছে Zomato ডেলিভারি ব্যাগ। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন ভারত ডিজিটাল।

আরও খবর- ঝাঁ চকচকে লুকে বন্দে ভারতে’র থেকেও দ্রুত ছুটবে লোকাল ট্রেন! দাঁড়াবে সব স্টেশনে

চড়া মেকআপ, সঙ্গে লাখ টাকার স্পোর্টস বাইক! Zomato গার্লকে দেখে খাবার অর্ডারের হিড়িক শুরু

এই ভিডিওটি শেয়ার করেছেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী। ভিডিওটি নিয়ে মানুষের মিশ্র প্রতিক্রিয়াও সামনে আসছে। একজন ব্যবহারকারী লিখেছেন, এমন ডেলিভারি গার্ল খাবার নিয়ে আসলে আমি বারবার অর্ডার করব। একজন ব্যবহারকারী লিখেছেন যে এই আশ্চর্যজনক ভিডিওটি দেখে ভাল লাগলো। ভিডিওটি সমাজের কাছে একটি বার্তা দেবে যে দেশ ক্রমশ বদলাতে শুরু করেছে। আর এটাই তার প্রমান।

ট্রেন্ডিং খবর