রিকশা চালকদের পুজো
সংসার চালাতে মানুষ বিভিন্ন পেশায় নিযুক্ত। পেশা অনুযায়ী সকলেরই আয় ভিন্ন। তবে আয় যেমনই হোক না কেন, কোনও পুজো উপলক্ষে বছরে অন্য দিনগুলোর তুলনায় এই কয়েকটা দিন একটু ভালোভাবে থাকতে আমাদের প্রত্যেকের ইচ্ছে হয়। যদিও ইচ্ছে থাকলেও তা পূরণ হয় না অধিকাংশ মানুষের।
তাই কালনা শহরের প্যাটেল চালিত রিকশা চালকদের কথা ভেবে পুজো উপলক্ষে অভিনব এক উদ্যোগ নেওয়া হল। আবেগি নাগরিক নামে এক সংস্থার উদ্যোগে রবিবার কালনার প্যাটেল চালিত রিকশা চালকদের পুজোর আগে সাহায্যের হাত বাড়িয়ে দিল তারা।
এদিন সাড়ে বারোটা নাগাদ কালনা শহরের প্যাটেল চালিত প্রায় ৩২ জন রিক্সাচালককে বিভিন্ন রকম খাদ্য সামগ্রী তুলে দেয় সংস্থাটি। তবে পুজোর আগে শুধুমাত্র কিছু খাদ্য সামগ্রী তুলে দিয়েই ক্ষান্ত হননি তারা। আগামী দিনে তাদের বিভিন্নভাবে সহযোগিতা করায় কোথাও জানিয়েছেন সংস্থা কর্মকর্তারা।
আরও খবর- ম্যাপ থেকে গায়েব হবে পারে আফগানিস্তান? একের পর এক ভূমিকম্পে আশঙ্কা ভূবিজ্ঞানীদের
কালনার প্যাটেল চালিত রিকশা চালকদের পুজোয় সাহায্য স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার
এদিন সংস্থার তরফে মূল উদ্যোক্তা তথা কালনা পৌরসভার কাউন্সিলর বলেন, এই সব রিক্সাচালকদের শ্রমিকের কার্ডের ব্যবস্থা করা, বার্ধক্য ভাতার ব্যবস্থা করা, একই সাথে পাঁচ টাকার মা ক্যান্টিনে খাবার মতনও যাদের অসুবিধা হচ্ছে, আগামী দিনগুলিতে তার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। পুজোর আগে সাহায্য পেয়ে খুশি রিকশাচালকরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালনা পৌরসভার উপ পৌরপতি তপন পড়েল, কালনা পৌরসভার কাউন্সিলর সমরজিৎ হালদার, ইকো ট্যুরিজমের এক সদস্য গৌতম ঘোষ-সহ বিশিষ্ট জনেরা।