সাব ইন্সপেক্টর পদে নিয়োগ , কোন পদে কত নিয়োগ – জারি বিজ্ঞপ্তি

Follw Us Now

সাব ইন্সপেক্টর পদে নিয়োগ, কোন পদে কত নিয়োগ - জারি বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি

সাব ইনস্পেক্টর পদে নিয়োগ করবে সশস্ত্র সীমা বল। এসএসবি এসআই পদে ১১১ জনকে নিয়োগ করা হবে। এসআই পদের সব নিয়োগ হলেও এরও বিভাগ রয়েছে। কোন বিভাগে কত জনকে নেওয়া হবে, তা বিস্তারিত দেওয়া হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।

সাব ইনস্পেক্টর (পাওনিয়ার) পদে আবেদনের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক বা ডিপ্লোমা পাশ করতে হবে। সাব ইনস্পেক্টর (ড্রাউটসম্যান) পদে আবেদনের জন্য মাধ্যমিক পাশ করলেই হবে। সাব ইনস্পেক্টর (কমিউনিকেশন) পদের জন্য ইলেক্ট্রনিক্স কমিউনিকেশন বা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে বিটেক পাশ করতে হবে। সাব ইনস্পেক্টর (স্টাফ নার্স) পদে আবেদনের জন্য বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করলেই হবে।

আরও খবর- ক্রমশ বাংলাদেশের দিকে ঘূর্ণিঝড় হামুন – ঝড় বৃষ্টির ক্ষীন সম্ভাবনা বাংলায়

সাব ইন্সপেক্টর পদে নিয়োগ, কোন পদে কত নিয়োগ – জারি বিজ্ঞপ্তি

সব পদের জন্যই ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে। সাব ইনস্পেকটর পদে আবেদনের জন্য পুরুষদের উচ্চতা হতে হবে ১৭০ সেমি, চেস্ট হতে হবে ৮০-৮৫ সেমি। মহিলাদের ক্ষেত্রে উচ্চতা ১৫৭ সেমি হলেই আবেদন করা যাবে। তবে নক নি , ফ্ল্যাট ফুট , বর্ণান্ধরা আবেদন করতে পারবেন না। অন্যান্য শারীরিক সমস্যা থাকলে চলবে না।

ট্রেন্ডিং খবর