EKHON BHARAT :- সাম্প্রতিককালে আমরা অনেকেই বলে থাকি এখনকার বাচ্চাগুলো যেন জন্মের পর থেকে ডেপো পাকা। কোন কোন ক্ষেত্রে একরত্তি খুদেদের কিছু কাণ্ডকারখানা এ কথা সত্যিই প্রমাণ করে। ঠিক যেমন ট্রেনের মধ্যে খেল দেখাচ্ছে এক খুদে। তার কাণ্ডকারখানা দেখে মনে হচ্ছে যেন রীতিমতন ট্রেনিং দেওয়া। টপাটপ ট্রেনের একের পর এক বার্থ টপকে নেমে পড়ছে নিচে। কাণ্ডকারখানা দেখুন সেই ভিডিও। যদি ভিডিও সত্যতা যাচাই করেনি এখন ভারত ডিজিটাল।
৮.৬ কিমি সুড়ঙ্গ দিয়ে প্রাকৃতিক দুর্যোগেও ছুটবে ট্রেন! এটিই হল দেশের দীর্ঘতম রেল টানেল
আসলে এখন আমরা সকলেই স্মার্ট ফোনের দৌলতে কত অসম্ভব কাণ্ডকারখানা জানতে বা দেখতে পারছি। কিছু ঘটনা ব্যাপক মজাও দেয় আমাদের কিছু ঘটনা শিক্ষণীয়। আবার কিছু সাময়িক মন ভালো করা ঘটনাও নিমেষে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় যার কারণে সব বয়সের মানুষেরই সোশ্যাল মিদিয়ায় যাতায়াত বেড়েছে। মানুষ চোখের যা দেখছে সেটাই ভিডিও করে আপলোড করছে সোশ্যাল মিডিয়ায়। এর ফলে মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়াতে অদ্ভুত সব জিনিস নজরে পড়ে। আর সেগুলি নিমেষেই ভাইরালও হয়ে যায়। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ছোট্ট শিশু ট্রেনের আপার বার্থ থেকে গরগর করে নেমে যাচ্ছে। ভিডিওটি শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে ‘বেবিজ টাউন’ নামক একটি পেজ থেকে। প্রায় ৩ লাখেরও বেশি লাইক পড়েছে ভিডিয়োতে।
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ট্রেনের বগিতে একটি ছোট্ট শিশু কমলা রঙের পোশাক পরে বসে আছে ট্রেনের আপার বার্থে। শিশুটির বয়স আনুমানিক এক বছর হবে। শিশুটি প্রথমে উপরের বার্থ থেকে মাঝের বার্থে নেমে যায়। তারপর মাঝের বার্থ থেকে নিচের বার্থে নামতে শুরু করে। আশ্চর্যের বিষয় শিশুটির মধ্যে এতোটুকু ভয়ের চিহ্ন দেখা যায়নি। বা নামতে গিয়ে তার পা টলোমলও করেনি। শিশুটিকে খুব দ্রুত গতিতে নেমে যেতে দেখে মনে হচ্ছিল প্রায় দিনই সে এভাবে নামে। ট্রেন চলছিল বলে শিশুটিকে কিছুটা দুলছিল। কিন্তু শিশুটি কোনও সমস্যা ছাড়াই নিচে নেমে যায়।
Bharat ভারত চাল রপ্তানি নিষিদ্ধ করায় বিশ্বব্যাপী চালের দাম ১৫ বছরে সর্বোচ্চ : দাবি রিপোর্টে
স্বাভাবিকভাবে ভিডিওটি দেখে অনেকেই অবাক হয়েছেন। কেউ কেউ শিশুটির সাহস এবং দক্ষতার প্রশংসা করেছেন। আবার কেউ কেউ শিশুটির মা-বাবাকে নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, শিশুটিকে এত বড় বিপদের সম্মুখীন হতে দেওয়া উচিত হয়নি। কারণ সামান্য এদিক ওদিক হলেই শিশুটির আঘাত লাগতে পারত।
অন্যদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রেনে ছোট্ট শিশুদের সাথে যাত্রা করার সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের উপরের বার্থে একা রেখে যাওয়া উচিত নয়। এতে দুর্ঘটনার ঝুঁকি থাকে।