লাগাতার বৃষ্টিতে নাগপুর যেন আস্ত নদী, খেলনার মতো ভাসছে গাড়ি, বাড়ির ভিতর কোমর-জল

Follw Us Now

লাগাতার বৃষ্টিতে নাগপুর যেন আস্ত নদী, খেলনার মতো ভাসছে গাড়ি, বাড়ির ভিতর কোমর-জল

EKHON BHARAT :- শহরের রাজপথ জলের তলায়। রাস্তায় নেমেছে নৌকা। খেলনার মতো ভাসছে চারচাকা গাড়ি। বাড়ির ভিতরেও জল। অনেক বাড়িতে খাট বিছানা আসবাবপত্র সবই ভাসছে জলে। রাতভর বৃষ্টিতেই কার্যত বানভাসি অবস্থা মহারাষ্ট্রের নাগপুরের। শনিবার মাত্র ৪ ঘণ্টায় ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে এই শহরে। তাতেই শহরের রাজপথ নদীতে পরিণত হয়েছে। নাগপুর স্টেশনও জলবন্দি হয়ে পড়েছে বলে খবর। এক কথায় উপর থেকে কমলালেবুর শহরকে দেখলে একটি নদী বলে মনে হবে।

ভয়াবহ এই অবস্থার বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। কোনওটিতে দেখা যাচ্ছে, বিপর্যয় মোকাবিলা বাহিনী নৌকা নিয়ে রাস্তায় বেরিয়েছে। কোথাও আবার ঘরের ভিতর জল থইথই। ভাসছে আসবাব, বিছানা, খাবার টেবিল, আলমারি।

নিচু এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে। শুক্রবার রাত থেকে ভারী বর্ষণে ভাসছে নাগপুর শহর। শনিবার সকাল সাড়ে ৫টা পর্যন্ত নাগপুর বিমানবন্দর এলাকায় বৃষ্টি হয়েছে ১০৬ মিমি। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, টানা বৃষ্টির কারণে একাধিক রাস্তা এবং জনবহুল এলাকা জলের তলায়। শনিবার স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির দিকে সর্বদা নজর রাখা হয়েছে। ইতিমধ্যে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী কাজে নেমে পড়েছে। এলাকায় বাড়িঘর, রাস্তা, অফিস এবং স্কুল থেকে এখনও পর্যন্ত ১৪০ জনকে উদ্ধার করা হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর।

লাগাতার বৃষ্টিতে নাগপুর যেন আস্ত নদী, খেলনার মতো ভাসছে গাড়ি, বাড়ির ভিতর কোমর-জল

গায়ের লাল টি-শার্ট খুলে ওড়াতে ওড়াতে ছুট বালকের, দুর্ঘটনার থেকে রক্ষা পেলেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীরা

নাগপুরের বিধায়ক তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস জানিয়েছেন, নীচু এলাকাগুলি থেকে মানুষকে উদ্ধারের কাজে ব্যস্ত রয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি দল। মূক ও বধিরদের একটি স্কুল থেকে ৪০ জন পড়ুয়াকে উদ্ধার করা হয়েছে। সর্বক্ষণ পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং আটকে পড়া মানুষকে উদ্ধার করার চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বাসিন্দাদের সরাতে পুলিশ, প্রশাসনকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন উপমুখ্যমন্ত্রী।

ট্রেন্ডিং খবর