Howrah ছাত্রকে শাস্তি দেওয়ায় স্কুলে ঢুকে শিক্ষককে বেধড়ক মার! অভিযুক্ত পড়ুয়ার অভিভাবক, হাওড়ার ঘটনায় ধৃত দুই

Follw Us Now

Howrah ছাত্রকে শাস্তি দেওয়ায় স্কুলে ঢুকে শিক্ষককে বেধড়ক মার! অভিযুক্ত পড়ুয়ার অভিভাবক, হাওড়ার ঘটনায় ধৃত দুই

EKHON BHARAT :- Howrah শিক্ষকের মারে গুরুতর জখম হয়ে হাসপাতালে পড়ুয়াকে চিকিৎসাধীন হওয়ার ঘটনা মাঝেমধ্যে সংবাদ শিরোনামে উঠে আসে। কিন্তু এই কোন যুগে বাস করছি আমরা ! যেখানে ছাত্রকে সামান্য শাসন করতেই শিক্ষককে ব্যাপক মার খেতে হল অভিভাবকের হাতে। শিক্ষকের অপরাধ তিনি ক্লাসে ছাত্রকে শাস্তি দিয়েছিলেন। আর এতেই উল্টে শাস্তি পেতে হল শিক্ষককেই। শিক্ষকদেরই বেধড়ক মারধর করল ছাত্রের বাড়ির লোকজনের। ঘটনাটি হাওড়ার শ্যামপুরের নওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ স্কুলের। এই ঘটনায় আতঙ্কিত শিক্ষকরা।

একথা আমাদের সকলেরই জানা, বাবা মায়ের পরেই শিক্ষক শিক্ষিকার স্থান। ছাত্রদের জীবন গঠনের পাশাপাশি সমাজ গঠনের মূল কান্ডারী শিক্ষক-শিক্ষিকারাই। ছাত্র জীবনে আমাদের ভুল পথ থেকে শাসনের মাধ্যমে মূল স্রোতে ফিরিয়ে এনে আলোর দিশা দেখান এরাই। অথচ মার খেতে হল সেই শিক্ষককেই।

জানা গিয়েছে, সোমবার দশম শ্রেণির এক ছাত্র ইংরেজি ক্লাস চলাকালীন ক্লাসের মধ্যে গোলমাল করে বলে অভিযোগ। শাস্তি হিসাবে ইংরেজি শিক্ষক তাকে ক্লাস থেকে বের করে দেন। কিন্তু ছাত্রটি ক্লাসের বাইরে যেতে অস্বীকার করে। তখন শিক্ষক তাকে কান ধরে ওঠবোস করতে বলেন। ছাত্রকে একটি চড়ও মারেন বলে অভিযোগ। তখনকার মতো সব শান্ত হয়ে গেলেও যেন তুষের আগুনের মতো জ্বলছিল।

Howrah ছাত্রকে শাস্তি দেওয়ায় স্কুলে ঢুকে শিক্ষককে বেধড়ক মার! অভিযুক্ত পড়ুয়ার অভিভাবক, হাওড়ার ঘটনায় ধৃত দুই

Kolkata খাস কলকাতায় ফিল্মি কায়দায় স্কুল পড়ুয়াকে অপহরণ! কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার, ধৃত ২

স্কুলের টিফিনের সময় শিক্ষকদের বসার ঘরে চড়াও হয় ওই ছাত্রের আত্মীয়-সহ চার স্থানীয় বাসিন্দা। টিচার্সরুমে ঢুকেই লোকজন ঝাঁপিয়ে পড়ে ইংরেজির শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদের বেধড়ক মারধর শুরু করেন তারা। কিল, চড় এবং ঘুসি পড়তে থাকে শিক্ষকদের উপর। মারের চোটে কয়েক জন শিক্ষক আহত হন। গোটা ঘটনাটাই টিচার্স রুমে লাগানো সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়। পরে মারধরের ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এখন ভারত ডিজিটাল।

এই ঘটনায় আতঙ্কিত শিক্ষকেরা। এর প্রেক্ষিতে ইতিমধ্যেই শ্যামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার খবর চাউর হতেই তীব্র প্রতিবাদ করেন অভিভাবকেরা এবং প্রাক্তন ছাত্ররা। এই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে আছেন ছাত্রের মামা এবং মামার বন্ধু। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবারই ধৃতদের উলুবেড়িয়া আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রের খবর। এদিকে, এই ঘটনায় ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে এখন থেকে শাস্তির বদলা কি শাস্তি?

ট্রেন্ডিং খবর