খুলে গেল চলন্ত মালগাড়ির কয়েকটি বগি, ফের ফরাক্কা ব্যারেজের কাছে দুর্ঘটনা!

Follw Us Now

খুলে গেল চলন্ত মালগাড়ির কয়েকটি বগি, ফের ফরাক্কা ব্যারেজের কাছে দুর্ঘটনা!

EKHON BHARAT :- ভারতীয় রেলে দুর্ভোগ যেন থাকছেই না! মাঝেমধ্যেই রেল দুর্ঘটনার খবরে ছড়িয়ে পড়ছে আতঙ্ক! প্রানহানির ঘটনাও ঘটছে। ফের ফরাক্কা ব্যারেজের উপর রেলে বড়সড় বিপত্তি। চলন্ত মালগাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তিনটি বগি। ইঞ্জিন ছাড়াই রেললাইনের উপর দিয়ে বেশ কিছুটা ছুটে চলল বিচ্ছিন্ন হওয়া বগি তিনটি। মঙ্গলবার সকালে মালদা ডিভিশনের অন্তর্ভুক্ত মুর্শিদাবাদের ফরাক্কায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় রেল পরিষেবা। পাশাপাশি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হয়রানির সম্মুখীন হতে হয় যাত্রীদের। রেল সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল পৌনে সাতটার সময় ঘটে ঘটনাটি। একটি মালগাড়ি ফরাক্কার দিক থেকে মালদার দিকে যাচ্ছিল। নিউ ফরাক্কা স্টেশন থেকে বেরিয়ে মালগাড়িটি ফরাক্কা ব্যারেজের রেল লাইনের উপর উঠতেই ঘটে গেল বিপত্তি। আচমকাই মালগাড়ির পিছনের দিকে থাকা তিনটি বগি মালগাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও কোনও দুর্ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন ফরাক্কা স্টেশনের রেল আধিকারিকরা।

খুলে গেল চলন্ত মালগাড়ির কয়েকটি বগি, ফের ফরাক্কা ব্যারেজের কাছে দুর্ঘটনা!

LPG GAS এবার সারাজীবনের জন্য মাত্র ৪৫০ টাকায় মিলবে গ্যাস সিলিন্ডার ! বড় ঘোষণা খোদ মুখ্যমন্ত্রীর

তড়িঘড়ি মালগাড়ির চালককে বিশেষ সংকেত পাঠিয়ে গাড়িটিকে থামানো হয়। রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে গিয়ে তিনটি বগি ফের মালগাড়ির সঙ্গে জুড়ে দেন। বেশ কিছুক্ষণ পর অবশেষে ওই লাইনে রেল চলাচল স্বাভাবিক হয়। এদিকে এই ঘটনায় রেলের আধিকারিকদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘সকালে হঠাৎ চলন্ত মালগাড়ির তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এমনকী, ইঞ্জিন ছাড়াই লাইন ধরে বগি তিনটি বেশ কিছুটা এগিয়ে যেতে থাকে। দুর্ঘটনার ঘটনার সম্ভাবনা থাকলেও কিছু ঘটেনি। খবর পেয়েই রেলের আধিকারিকরা ছুটি আসেন। কিছুক্ষণ পর বগি তিনটি মাল গাড়ির সঙ্গে জুড়ে দেওয়া হয়। তারপরই স্বাভাবিকভাবে ট্রেন চলতে শুরু করে।

উল্লেখ্য, সম্প্রতি Farakka Bridge-র ডাউন রেললাইনে বড়সড় দুর্ঘটনা ঘটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ১৪ চাকার একটি লরি গিয়ে ধাক্কা মারে মালগাড়িতে। তবে আপতকালীন ব্রেক ব্যবহার করে মালগাড়ির চালক ডাউন লাইনে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেয়। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। জানা যায়, মালগাড়িতে ধাক্কা মারার আগে ফরাক্কার দিক থেকে আসা একটি ট্রাক্টরেও ধাক্কা মেরেছিল লরিটি। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে সেটি মালগাড়িটিকে ধাক্কা মারে।

ট্রেন্ডিং খবর