মোবাইলে বুঁদ নার্সরা, বিনা চিকিৎসা মৃত রোগী, ধুন্ধুমার কালনা হাসপাতালে

Follw Us Now

এখন ভারত : হাসপাতালে আসে রোগী সুস্থ হতে। চিকিৎসার পর নতুন জীবন ফিরে পেতে। কিন্তু এখানে দেখা গেল যন্ত্রণা ছটফট করছে রোগী। আর মোবাইলে বুঁদ নার্স স্টাফরা। এর ফলে কার্যত হাসপাতালে এসে বিনা চিকিৎসায় মরতে হলে রোগীকে। ঘটনাকে কেন্দ্র করে শনিবার ধুন্ধুমার পরিস্থিতি কালনা মহকুমা হাসপাতালে। সুপারের ঘরের সামনে এসে বিক্ষোভ দেখালেন মৃতের আত্মীয় পরিজন।

জানা গিয়েছে, বাঘানাপাড়া পঞ্চায়েতের অন্তর্গত জঙ্গলপাড়া এলাকার যুবক পেশায় বাস ড্রাইভার বিপিন ঘোষ। বুকে ও পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। চিকিৎসা করাবেন কে? নার্সরা ব্যস্ত মোবাইল নিয়েই। রোগীর অসুস্থতার খবর চিকিৎসকের কান পর্যন্ত পৌঁছায়নি। যার দাম জীবন দিয়ে দিতে হল রোগীকে। শনিবার বেলার দিকে ওই হাসপাতালেই বিনা চিকিৎসায় মারা যায় বিপিন ঘোষ।

মৃতের পরিবারের লোকেদের অভিযোগ, রোগীর ছটফট করলেও সে সময় নার্সিং স্টাফরা দুর্ব্যবহার করে। শুধু তাই নয়, তারা মোবাইল দেখতে এতটাই ব্যস্ত ছিল যে, ডাক্তারকে খবর পর্যন্ত দিতে পারেননি বলে অভিযোগ। যার ফলেই তাদের রোগীর মৃত্যু হয়েছে। এর পরেই রোগী মৃত্যুর এই ঘটনাকে কেন্দ্র করে কালনা মহকুমা হাসপাতালে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় কালনা থানার পুলিশ।

ট্রেন্ডিং খবর