বাইককে মোটা অঙ্কের জরিমানা
EKHON BHARAT :- বর্তমান কর্মব্যস্ততার যুগে সময়ের সঙ্গে পাল্লা দিতে বাইক অত্যন্ত প্রয়োজনীয়। অবশ্য এমন বহু মানুষ রয়েছেন, যাঁরা নেহাতই শখের কারণে স্টাইলিশ এবং দুর্দান্ত বাইক কেনেন। বাইক প্রেমিরা নিজের মনের মতো করে সাজিয়ে তোলেন তাদের স্বপ্নের বাইককে। এই প্রিয় জিনিসটির উপর নিজের নাম লেখা থেকে শুরু করে নানা আকর্ষনীয় কারুকার্জ করে থাকেন। বিভিন্ন মডিফিকেশনের মাধ্যমে স্টাইলিশ ফিচার্স অন্তর্ভুক্ত করেন। গাড়িটিকে নিজের পছন্দের লুক দিতে একেবারে বাইকের ভোল পাল্টে ফেলেন। কিন্তু, আপনি কি জানেন, এই শখ আপনাকে কত বড় বিপদে ফেলতে পারে? বাইককে সাজাতে গিয়ে দিতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা!
জেনে রাখা ভালো মোটর সাইকেলের ক্ষেত্রে অতিরিক্ত পরিবর্তন আইনত ঠিক নয়। আপনি মোটর সাইকেলে কোনো ধরণের পরিবর্তন করলে পুলিশ আপনার বাইকের জন্য চালান জারি করতে পারে। এর পাশাপাশি, আপনার বাইকটি বাজেয়াপ্ত পর্যন্ত করা হতে পারে। এবার জেনে নিন বাইকের কোন কোন সাজসজ্জার পরিবর্তন করলে আপনাকে দিতে হতে পারে জরিমানা!
আরও খবর- এক্সপ্রেসের ধাক্কায় মৃত ব্যক্তি! স্টেশনে ভাঙচুর উত্তেজিত জনতার, রণক্ষেত্র গোবরা
বাইকে ভুলেও করবেন না এই ৪ কাজ, ধরা পড়লেই বিপদ
রঙ পরিবর্তন:
কোম্পানির দ্বারা সরবরাহ করা বাইকের রঙ সব সময় রেজিস্ট্রেশনে উল্লেখ করা থাকে। এরপরেও আপনি যদি বাইকের রঙ পরিবর্তন করেন, তবে তা আইনত অন্যায়। রঙ পরিবর্তনের অর্থ আপনি আপনার গাড়ির পরিচয় বদল করছেন। এক্ষেত্রে আপনার জরিমানা হতে পারে। প্রয়োজনে আপনার শখের গাড়িটি বাজেয়াপ্তও করতে পারে পুলিশ। এমনকী, বাইকের রেজিস্ট্রেশনও বাতিল করা হতে পারে।
আফটার মার্কেট এগজস্ট:
অনেকেই তাঁদের মোটর সাইকেলে নতুন লুক দিতে আফটার মার্কেট এগজস্ট ইনস্টল করেন। বাইকের ইঞ্জিনের শব্দও বেশ জোরেই হয়। জানেন কি এটি শব্দ দূষণের আওতায় আসে? তাই শব্দ দূষণের অপরাধে আপনার কাছ থেকে জরিমানা বাবদ ৫০০ টাকার চালান কাটা হতে পারে। পাশাপাশি, পুলিশ আপনার বাইকটি বাজেয়াপ্তও করতে পারে।
ফ্যান্সি হর্ন:
মোটর সাইকেলে ফ্যান্সি হর্ন অথবা প্রেশার হর্ন শব্দ দূষণ তৈরি করে। এর জন্য ট্রাফিক পুলিশ ৫০০ টাকার চালান জারি করতে পারে। উল্লেখ্য, এই ধরণের প্রেশার হর্ন বাইকে ইনস্টল করা ও বিক্রি করাও নিষিদ্ধ।
হাই রেজোলিউশন লাইট:
আপনি যদি হাই রেজোলিউশনের আলো দিয়ে বাইকের লাইট প্রতিস্থাপন করেন, সেক্ষেত্রে আপনাকে ৫০০ টাকা জরিমানা করা হতে পারে। কারণ, আপনার গাড়ির এই ধরণের আলো অন্য চালকদের জন্য সমস্যার কারণ হতে পারে। দুর্ঘটনাও ঘটতে পারে। যা অন্যায়। অতএব, আইনি ঝামেলা বা জরিমানার হাত থেকে বাঁচতে হলে বাইকে এই ধরণের সাজসজ্জা না করাই বুদ্ধিমানের কাজ।