EKHON BHARAT :- কাছাকাছি কোথাও যেতে হলে বর্তমান সময়ে ই রিক্সা অর্থাৎ টোটো আমাদের সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। সেক্ষেত্রে খরচ একটু বেশি হলেও অন্তত ট্রেনের ভিড় গুতো সহ্য করতে হয় না। আরামদায়কভাবে যাওয়া যায়। এর ফলে শহরতলি থেকে শুরু করে বহু গ্রামে এখন ভ্যানের থেকেও বেশি এই টোটোর রমরমা চোখে পড়ে। দ্রুত গতির এই ই রিকশায় চরতে অনেকেই আছেন যারা ভালোবাসেন। অর্থাৎ এদিকে যাত্রী সুবিধা সুযোগ নিয়ে জাতীয় সড়ক থেকে শুরু করে পাড়ার অলিগলিতেও বেড়েছে টোটোর দৌরাত্ম। এর ফলে বাড়ছে দুর্ঘটনার সংখ্যাও। ইতিমধ্যে টোটো নিয়ে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। ফের টোটো নিয়েই চরম হুঁশিয়ারি দেওয়া হল রাজ্য সরকারের তরফে।
যারা টোটো চালানোর কথা ভাবছেন বা ইতিমধ্যে যারা টোটো চালাচ্ছেন তাদের উদ্দেশ্যে রইল বড় খবর। না জানলে বিপদের মধ্যে পড়তে হতে পারে আপনাকে। টোটোর দৌরাত্ম্য রুখতে ইতিমধ্যে কড়া পদক্ষেপের পথে হেঁটেছে সরকার। এই মর্মে গাইডলাইন অবধি করেছে রাজ্য সরকার। তবে আরও এক বড় পদক্ষেপ নিল নবান্ন। টোটো চালকদের উদ্দেশ্যে বড় কথা বলেছেন পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। জেনে নেওয়া যাক এবার কোন করা পদক্ষেপ করেছে রাজ্য সরকার!
এই কাজটি না করলেই মহা বিপদ! টোটো নিয়ে ফের নয়া ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের
লাগাতার বৃষ্টিতে নাগপুর যেন আস্ত নদী, খেলনার মতো ভাসছে গাড়ি, বাড়ির ভিতর কোমর-জল
ঘুমে ব্যাঘাত ঘটানোর ফল! রাতভর অসুস্থ বৃদ্ধাকে মারধর আয়ার, পরিণতি ধরা পড়ল সিসিটিভি ফুটেজ..
এই বিষয়ে স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, আগামী ১ অক্টোবর থেকে রাজ্যে টোটো চালানোর জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হবে। এই রেজিস্ট্রেশন ছাড়া টোটো রাস্তায় কোনওভাবেই নামানো যাবে না। টোটো চালানোর জন্য চালকের বয়স ন্যূনতম ১৮ বছর হওয়া বাধ্যতামূলক। চালকের অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গাড়িতে থাকতে হবে নিরাপত্তা বেল্ট। সর্বোপরি টোটোর সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টা ৪০ কিলোমিটার। দৌরাত্ম্য দেখালে চরম ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এখানেই শেষ নয় পাশাপাশি এও জানানো হয়েছে, এখন থেকে টোটোচালকদের একটা করে QR Code বা পরিচয়পত্র দেওয়া হবে। তাতে চালকের নাম, ঠিকানা সব লেখা থাকবে।