লাইভ টিভি শো চলাকালীন ধুন্ধুমার কাণ্ড, ইমরানকে গালি দেওয়ার অভিযোগ, অবাধে চলল লাথি-ঘুষি

Follw Us Now

লাইভ টিভি শো চলাকালীন ধুন্ধুমার কাণ্ড, ইমরানকে গালি দেওয়ার অভিযোগ, অবাধে চলল লাথি-ঘুষি

লাইভ টিভি শো-তে বিতর্ক

EKHON BHARAT :- লাইভ টিভি শো-তে বিতর্কে অংশ নিয়েছিলেন পাকিস্তানের দুই বিরোধী দল নেতা। নিয়মমাফিক নির্দিষ্ট সময় শুরু হল শো। কিন্তু ভিডিও সম্প্রচারের কিছুক্ষণের মধ্যেই রাজনৈতিক মতানৈক্যের বিরোধ পৌঁছে যায় চরমে। শো চলাকালীন বাদানুবাদ বা বিতর্ক আর মৌখিক আলোচনায় থেমে থাকেনি। বলা ভালো, হয়তো তারা ভুলেই গেছিলেন যে লাইভ শো চলছে। তাই তাদের সেই বাদানুবাদ একেবারে হাতাহাতিতে পৌঁছে গেল হাজার হাজার দর্শকের চোখের সামনেই। লাথি, ঘুষি কোনটাই বাদ রাখলেন না। পাকিস্তানের দুই রাজনৈতিক নেতার এই লজ্জাজনক আচরণের ভিডিও এখন বিশ্ব জুড়ে ভাইরাল।

শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসার পরেই প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছে বর্তমান প্রশাসক। আর লাইভ শোতে, ইমরান খানের পিটিআই এবং পিএমএল-এন-এর দুই নেতা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

স্টুডিয়োর ভিতর ক্যামেরার সামনে, দুই নেতাকেই দেখা গেল পরস্পরকে অশ্লীল ভাষায় আক্রমণ করতে। তারপর একেবারে মুষ্টিযুদ্ধে নেমে পড়েন তারা। আচমকা রাজনৈতিক টক শো কুস্তির আখড়ায় পরিণত হয় বিভ্রান্ত হয়ে পড়েন সম্প্রচারকারীরাও। অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন পাকিস্তানের অন্যতম জনপ্রিয় টিভি উপস্থাপক জাভেদ চৌধুরী। অনুষ্ঠানটির নাম ছিল ‘কাল তক’।

আরও খবর- হাওড়া সেতুতে বন্ধ যান চলাচল! আদিবাসী সংগঠনের মিছিল, অফিস টাইমে চরম ভোগান্তিতে যাত্রীরা

লাইভ টিভি শো চলাকালীন ধুন্ধুমার কাণ্ড, ইমরানকে গালি দেওয়ার অভিযোগ, অবাধে চলল লাথি-ঘুষি

পিএমএল-এন সেনেটর আফনান উল্লাহ খান, পিটিআই প্রধান ইমরান খানের বিরুদ্ধে অন্যায় কাজে যুক্ত থাকার অভিযোগ করেন। তার দাবি, ইমরানের সঙ্গে পাক সামরিক কর্তাদের পিছনের দরজায় আলোচনা চলছে। এ কথা শুনেই মেজাজ হারান শের আফজাল খান মারওয়াত। পাল্টা যুক্তি দেওয়ার বদলে, ইমরানের দলের এই নেতা নিজের আসন ছেড়ে উঠে এসে আফনান উল্লাহ খানের মাথায় সপাটে চাঁটি মারেন।

শুধু চড়-থাপ্পড়ই মারেনি, এর পর লাথি-ঘুষির বৃষ্টিও চলে। পিটিআই নেতা শের আফজাল খান মারওয়াত অভিযোগ করেছেন যে আফনান উল্লাহ খান কারাগারে বন্দী ইমরান খানের বিরুদ্ধে অশালীন শব্দ ব্যবহার করেছেন। উল্লাহ খানও পিটিআই নেতাকে মাটিতে ফেলে তাকে লাথি ও ঘুষি মারতে থাকেন বলে অভিযোগ। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। মারামারি এমন পর্যায়ে পৌঁছায় যে চ্যানেল কর্তৃপক্ষকে হস্তক্ষেপ করতে বাধ্য হয়।

ট্রেন্ডিং খবর