সিকিমে হড়পা বানে মৃত বেড়ে ১০, ২২ সেনা জওয়ান-সহ এখনও নিখোঁজ রয়েছে ৮২ জন

Follw Us Now

সিকিমে হড়পা বানে মৃত বেড়ে ১০, ২২ সেনা জওয়ান-সহ এখনও নিখোঁজ রয়েছে ৮২ জন

সিকিমে হড়পা বান, নিখোঁজ সেনা জওয়ান

EKHON BHARAT :- ভারতের সিকিম রাজ্যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে প্রকৃতি। টানা ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও ২২ জন সেনাসদস্যসহ নিখোঁজ রয়েছেন আরও ৮২ জন। বুধবার স্থানীয় সরকারি সূত্রে এই তথ্য জানা গিয়েছে। বুধবার উত্তর সিকিমের লোনাক হ্রদে আকস্মিক মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানে ব্যাপকভাবে বেড়ে যায় তিস্তা নদীর জল। বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার জল। যার জেরে প্লাবিত হয়েছে সিকিম। তিস্তা নদীর রণমূর্তিতে ভেসে যাচ্ছে একের পর এক বাড়ি, গাড়ি-সঌ যাবতীয় জিনিস।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, মৃত সকলেই সাধারণ নাগরিক। সেনা আধিকারিকরা সংবাদ সংস্থা পিটিআইকে আরও জানিয়েছেন যে বুধবার সকালে নিখোঁজ হওয়া ২৩ জন সেনা সদস্যের একজনকে পরে উদ্ধার করা হয়েছে। সিকিমের মুখ্য সচিব ভিবি পাঠক জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩ হাজার পর্যটক রাজ্যের বিভিন্ন অংশে আটকে পড়েছেন বলে জানা গিয়েছে। অন্তত ১৪টি সেতু ভেঙে পড়েছে। রাস্তা ভেঙে দু’ভাগ, কাদায় ডুবে গিয়েছে সেনার ৪১টি গাড়ি।

সিকিমে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়। এর ফলে সিকিমের উত্তরাঞ্চলে লোনাক হ্রদের জল অনেক বেড়ে যায়। এর প্রভাব পড়ে তিস্তা নদীর ওপর। তিস্তা নদী সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বাংলাদেশে ঢুকেছে। এদিকে বৃষ্টির পাশাপাশি চানথাং বাঁধের অতিরিক্ত জল ছেড়ে দিলে তিস্তা নদীর ভাটিতে জলের উচ্চতা ১৫ থেকে ২০ ফুট বেড়ে যায়। ফলে গাজলডোবা, দোমোহানি, মেখালিগঞ্জ ও ঘিশের মতো নিচু এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে। সতর্কতা জারি করা হয়েছে। সিংতামের কাছে বারদাংয়ে সেনাবাহিনীর যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এতে অন্তত ২৩ সেনাসদস্য নিখোঁজ হন। বেশ কয়েকটি গাড়ি জলের নিচের কাঁদায় আটকে যায় বলে জানায় ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড।

আরও খবর- অভিষেক-সহ তৃণমূল নেতাদের আটক করল দিল্লি পুলিশ, ছাড়া পেলেন দু’ঘণ্টা পর

সিকিমে হড়পা বানে মৃত বেড়ে ১০, ২২ সেনা জওয়ান-সহ এখনও নিখোঁজ রয়েছে ৮২ জন

দেশটির আবহাওয়া দপ্তর বলেছে, সিকিমের চানথাং হ্রদের উপচে পড়া জলের প্রভাবে তিস্তার জলস্তর অনেক বেড়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের পরিস্থিতির পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে কথা বলেছেন এবং সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও নিখোঁজ সেনা কর্মীদের বিষয়ে রাজ্যের সঙ্গে কথা বলেছেন। এদিকে বর্তমান পরিস্থিতিতে সিকিম সরকার একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই দুর্ঘটনাকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী পিএস তামাং সিংটামে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন।

ট্রেন্ডিং খবর