হোটেলে রান্না, ইউটিউব ভিডিও সব অতীত, এফার কি সিনেমায় নামছেন নন্দিনী?

Follw Us Now

হোটেলে রান্না, ইউটিউব ভিডিও সব অতীত, এফার কি সিনেমায় নামছেন নন্দিনী?

সিনেমায় নন্দিনী

EKHON BHARAT :- করোনাকালে চাকরি ছেড়ে মা-বাবার কাছে ফিরে এসেছিলেন। লোকসানে চলা বাবার ব্যবসা বন্ধ হয়ে গেলে একটি পাইস হোটেল খোলেন। তবে এবার তিনি চাকরি, ভাতের হোটেলের গন্ডি ছাড়িয়ে আসতে চলেছেন বড় পর্দায়। হ্যাঁ একদম ঠিক ধরেছেন, কথা হচ্ছে মমতা গঙ্গোপাধ্যায়ের বিষয়ে। তবে সমাজমাধ্যমে ‘স্মার্ট দিদি’ অথবা ‘নন্দিনী দিদি’ নামেই বেশি জনপ্রিয় তিনি। ডালহৌসির অফিস পাড়ায় পাইস হোটেল চালানো নন্দিনী আচমকাই ভাইরাল হয়ে যান সোশ্যাল মিডিয়ায়। এরপরেই ঘুরে যায় তাঁর ভাগ্যের চাকা। তারপরের গল্প তো সকলের জানা। তবে শনিবার রাতে ইনস্টাগ্রাম লাইভে এসে বেশ রহস্য করলেন নন্দিনী। তাঁর কথা শুনে অনেকের মনেই প্রশ্ন, সিনেমায় নাম লেখাচ্ছেন নাকি এই ভাইরাল দিদি?

সোশ্যাল মিডিয়া রাজা সাহার সঙ্গে লাইভে আসেন নন্দিনী। প্রথমে হাতে থাকা একগুচ্ছ কাগজের দেখান নন্দিনী। তারপর জানান, তাঁদের তরফে রয়েছে বড়সড় চমক। নন্দিনী বলেন, ‘ আজ একটা চরিত্রের কথা বলব। নন্দিনী নয়, সেটা নিলাক্ষী।’
নন্দিনীর কথার সঙ্গে তালমিলিয়ে রাজা বলে ওঠেন, ‘নিলাক্ষী এমন একটা মেয়ে, যে ভীষণ সুন্দর, আকর্ষণীয়, ক্রিয়েটিভ। লিখতে ভালোবাসে। সত্যিটাকে তুলে ধরতে ভালোবাসে নিজের লেখায়।’

এরপর ব্যোমকেশের আইকনিক অজিত, ফেলুদার জটায়ুর সঙ্গেও তুলনা করেন নিলাক্ষীর। নন্দিনী আরও বলেন, ‘কিছু সত্য বাইরে আসা। কিছু সত্য নিজের মধ্যে আটকে রাখা। সম্পর্কের দাম। একটা সম্পর্কের কী মর্ম হতে পারে কোনও পরিবারের কাছে, সেটা নিয়েই নিলাক্ষীর গল্প।’

এর থেকে স্পষ্ট ধারণা হয়ে গেল কোনও সিনেমাই আসতে চলেছে। যদিও রাজা বা নন্দিনী কেউই এই বিষয় খোলসা করে কিছু বলতে চাননি। নিলাক্ষীর ভূমিকায় কাকে দেখা যাবে? এটা সিনেমা হবে না সিরিজ, সবটাই রহস্য থেকে গেল। এমনকী, এটাও পরিষ্কার হল না নন্দিনীর কী ভূমিকা এই প্রোজেক্টে!

আরও খবর- বিধ্বংসী ভূমিকম্পে আফগানিস্তানে প্রাণ হারালেন অন্তত ২০০০, আর্তনাদ তালিবানদের

হোটেলে রান্না, ইউটিউব ভিডিও সব অতীত, এফার কি সিনেমায় নামছেন নন্দিনী?

উল্লেখ্য, নন্দিনী পড়াশোনা করেছেন ফ্যাশন ডিজাইনিং নিয়ে। বেঙ্গালুরু-র এক হোটেলে চাকরি করতেন। সেই চাকরি ছেড়ে কলকাতায় চলে আসেন মা-বাবার স্বপ্নপূরণ করতে। ডালাহৌসির পাইস হোটেলের কাজের বেশিরভাগটা দায়িত্বই তুলে নেন নিজের কাঁধে। এক ইউটিউব চ্যানেলকে নন্দিনী জানিয়েছেন, কলকাতায় আরও কিছু পাইস হোটেল খোলার ইচ্ছে তাঁর রয়েছে। একটা নিউটাউনে ও অন্যটি উত্তর কলকাতায়। এরই মাঝে বড় পর্দা নিয়ে কথা বলতে শোনা গেল তার মুখে।

ট্রেন্ডিং খবর