ট্যাক্স ব্যবস্থার নিয়মে বদল! অক্টোবর থেকে বড় পরিবর্তন আনছে মোদী সরকার

Follw Us Now

ট্যাক্স ব্যবস্থার নিয়মে বদল! অক্টোবর থেকে বড় পরিবর্তন আনছে মোদী সরকার

EKHON BHARAT :- এবার ট্যাক্স কলেকশন অ্যাট সোর্স (টিসিএস)-এর নতুন হার আনছে মোদি সরকার। চলতি বছর ১ অক্টোবর থেকে কার্যকর হবে নয়া এই হার। জানা গিয়েছে, আন্তর্জাতিক ভ্রমণ, বিদেশী স্টক, মিউচুয়াল ফান্ড বা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ, উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়া ইত্যাদিতে একটি নির্দিষ্ট পরিমাণের বেশি খরচ করলে টিসিএস দিতে হবে। ফলে আগামী মাস থেকে বিভিন্ন ধরনের লেনদেনে কতটা টিসিএস প্রযোজ্য হবে তা জানা আপনার জন্য গুরুত্বপূর্ণ।

১ অক্টোবর, ২০২৩ থেকে শুরু করে, চিকিৎসা এবং শিক্ষাগত উদ্দেশ্যে ছাড়া সমস্ত বিদেশী বহির্মুখী রেমিট্যান্স, একটি আর্থিক বছরে ৭ লাখ টাকার বেশি হলে আপনাকে কর দিতে হবে। এই টাকার উপরে ২০ শতাংশ হারে ট্যাক্স কলেকশন অ্যাট সোর্স সংক্ষেপে টিসিএস দিতে হবে। তবে লিবেরালাইসড রেমিট্যান্স স্কিম (LRS) এর অধীনে, শিক্ষাগত ক্ষেত্রে ব্যয় করা ৭ লাখ টাকার নিচে টিসিএস থাকবে না।

৭ লাখ টাকার উপরে রেমিট্যান্স একটি অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ঋণের মাধ্যমে হলে এটি ০.৫ শতাংশ হারে টিসিএস প্রযোজ্য। ৭ লাখ টাকার বেশি রেমিট্যান্স শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যয় করা ঋণের মাধ্যমে প্রাপ্ত না হলে, সেক্ষেত্রে ৫ শতাংশ টিসিএস দিতে হবে। অন্যদিকে ১ অক্টোবর, ২০২৩ থেকে যদি বিদেশে চিকিৎসার জন্য খরচ ৭ লাখ টাকার বেশি হলে ৫ শতাংশ হারে টিসিএস দিতে হবে।

টিকিটের চাহিদা তুঙ্গে! মাত্র ২৫ দিনে বন্দে ভারত থেকে রেলের আয় জানলে মাথা ঘুরে যাবে !

আরও ৭৫ লাখ মহিলাকে বিনামূল্যে এলপিজি সংযোগ , রান্নার গ্যাস নিয়ে নয়া ঘোষণা কেন্দ্রের

ট্রেন্ডিং খবর