সম্প্রতি ভারতীয় রেলে দুর্ঘটনা
EKHON BHARAT :- সম্প্রতি ভারতীয় রেলে দুর্ঘটনা যেন কিছু ছাড়ছে না। কোন কোন দুর্ঘটনা দুর্ঘটনাগুলো এতটাই ভয়ংকর হয়ে ওঠে যে, নানা প্রশ্নের মুখে পড়তে হয় রেল কর্তৃপক্ষকে। তবে সবসময় যে নিছক দুর্ভাগ্যবশত দুর্ঘটনা তা কিন্তু নয়! অনেকে খেতে দেখা যায় রেল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই প্রাণ যায় শুয়ে শয়ে মানুষের।
রেল পরিষেবা মানেই হাজার হাজার মানুষের প্রাণ থাকে তাদের উপর। মঙ্গলবার রাতে মথুরা স্টেশনে যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে তার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেই সিসিটিভি ফুটেছে দেখা যাচ্ছে কীভাবে ট্রেনটি লাইন থেকে প্লাটফর্মে উঠে গিয়েছিল। মথুরা স্টেশনে প্রবেশ করার পরে ট্রেনটিকে লোকো পাইলটের নিয়ে যাওয়ার কথা ছিল ইয়ার্ডে। কিন্তু সেই লোকো পাইলট নিজের সিট ছেড়ে উঠে গেলে সেখানে প্রবেশ করেন এক আলোক কর্মী।
ভিডিওতে দেখা যাচ্ছে, সেই রেল কর্মীর কাঁধে ছিল একটি ব্যাগ। ওই রেল কর্মী সেই সময় ভিডিও কলে কথা বলতে ব্যস্ত ছিলেন। আর সেই ব্যস্ততার মাঝেই তিনি তার ব্যাগটি রেখে দেন থ্রোটলে। যেই মুহূর্তে তিনি তার ব্যাগ থ্রোটলে রাখেন সেই মুহূর্তেই ওই ট্রেনটি দু’নম্বর প্লাটফর্মে ৩০ মিটার উঁচুতে উঠে যায়। এই থ্রোটল ইঞ্জিনে অ্যাক্সিলারেটর হিসেবে কাজ করে। অর্থাৎ এর মাধ্যমেই ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা হয়।
এও দেখা গিয়েছে, রেল পরিষেবার মতো এমন গুরুত্বপূর্ণ কর্মে নিযুক্ত থেকেও শচীন নামের ওই রেল কর্মী নেশাগ্রস্থ অবস্থায় ছিলেন। উত্তর রেলওয়ের ইএমইউ ট্রেন প্রতিদিন দিল্লি শাকুর বস্তি স্টেশন থেকে মথুরা পর্যন্ত যাতায়াত করে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেওয়া প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রেনটি রাত ১০.৪৯ মিনিটে মথুরা স্টেশনে পৌঁছায়।
ভিডিও কলে ব্যস্ত মদ্যপ চালক! মথুরা ট্রেন দুর্ঘটনার ভাইরাল দৃশ্য আঁতকে ওঠার মতো
লোকো পাইলট নামার পর লাইটিং স্টাফ শচীন প্রবেশ করেছিলেন ট্রেনে। এরপর এক মিনিটের মধ্যে ট্রেনটি ডেড এন্ড ভেঙ্গে সোজা প্ল্যাটফর্ম নম্বর ২ এর উপর উঠে যায়। অর্থাৎ ভিডিও অনুযায়ী এটা স্পষ্ট যে তাদের গাফিলতির জেরেই ঘটেছে এই দুর্ঘটনা। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি এখন ভারতে ডিজিটাল। প্রসঙ্গত, এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই রেল কর্মী শচীন ছাড়াও আরও ৪ জন যথাক্রমে টেকনিক্যাল স্টাফ হরভজন সিং, ব্রজেশ কুমার ও কুলজিৎ এবং লোকো পাইলট হরি শর্মাকে বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।