এখন ভারত : এমনিতে আইপিএল নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ থাকে না। আর তার মধ্যে আইপিএলের আরও এক আকর্ষণ হল ক্রিকেট আর বিনোদনের এক অদ্ভূত ককটেল। কারণ মাঠের খেলার পাশাপাশি এখানে মাঠের বাইরেও যে নানা ঘটনা ঘটে এ কথা অনেকেরই জানা। আর এইসব ঘটনা নিয়ে ফ্যানেদের কৌতুহলের অভাব নেই। কোনও ঘটনা সামনে আসে, আবার কোনও ঘটনা আড়ালেই থেকে যায়। আবার কিছু ঘটনা উঠে আসে বহু বছর পর। তবে ভাইরাল হতেও তা বেশি সময় নেয় না। তেমন একটি ঘটনা এতদিনে সকলকে জানালেন পঞ্জাব কিংস দলের অন্যতম কর্ণধার বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। যুবরাজ-পাঠানদের খিদে মেটাতে কী হাল হয়েছিল প্রীতি জিন্টার, ১৪ বছর পর সেই ‘রহস্য ফাঁস’ করলেন অভিনেত্রী।
প্রীাতি জিন্টা জানিয়েছেন, ২০০৯ সালে আইপিএলের আসর দক্ষিণ আফ্রিকার মাটিতে বসেছিল। সেই সময় প্রোটিয়া ভূমে দলের সঙ্গেই ছিলেন তিনি। ম্যাচের শেষে তার যা হাল হয়েছিল আজও হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেননি অভিনেত্রী। একটি ম্যাচের আগে প্লেয়ারদের প্রীতি বলেছিলেন এই ম্যাচ জিততে পারলে তিনি আলু পরোটা নিজের হাতে বানিয়ে খাওয়াবেন।
এমন প্রতিশ্রুতি তো দিয়েছিলেন কিন্তু তার পরের অবস্থা বা পরিস্থিতি যে কি হতে পারে তা নিশ্চয়ই কথা দেওয়ার সময় ভেবে দেখেননি প্রীতি জিন্টা। না ভাবার ফলও পস্তাতে হল তাকে। সেই ম্যাচ জিতে যায় তৎকালীন কিংস ইলেভেন পঞ্জাব দল। ম্যাচ জিতে হোটেলে ফেরে গোটা দল। তারপর প্রীতির কথা মত তাঁর কাছে আলু পরোটা খাওয়ার দাবি জানান ক্রিকেটাররা।
কথা যখন দিয়েছেন তা তো রাখতেই হবে। কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন কত বড় ভুল করেছেন। কারণ মোট ১২০টি আলু পরোটা বানাতে হয়েছিল তাঁকে। প্রীতি জিন্টা কিছুটা নাজেহাল হয়ে মজার ছলে জানিয়েছেন, ‘ছেলেরা যা কতটা খেতে পারে সেই দিন আমি বুঝতে পেরেছিলাম। মোট ১২০টি আলু পরোটা আমাকে বানাতে হয়েছিল।’ এর পর থেকে আমি নিজেই আলুর পরোটা তৈরি করা বন্ধ করে দিয়েছি।