১৮ জুলাই ভারতে রাষ্ট্রপতি নির্বাচন, জানাল নির্বাচন কমিশন

Follw Us Now

 এখন ভারত : বৃহস্পতিবার দেশের ১৬ তম রাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন জানায়, আগামী ১৮ জুলাই ভারতের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন। ভোটগণনার প্রয়োজন হলে, ২১ জুলাই করা হবে। 

এদিন দুপুরে সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, ‘নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঠিক করেছে। আগামী ১৫ জুন সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হবে। আগামী ২৯ জুন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।’ এই মুহূর্তে দেশে নতুন করে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কোভিড বিধি মেনেই নির্বাচন সম্পন্ন হবে। আগামী ২৪ জুলাই দেশের ১৪তম রাষ্ট্রপতি হিসেবে রামনাথ কোভিন্দের মেয়াদ শেষ হচ্ছে। 

দেশের সংবিধান অনুযায়ী, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী রাষ্ট্রপতির নির্বাচন সেরে ফেলতে হবে। দিল্লিতে সংসদভবনে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান করবেন সংসদরা। রাজ্য বিধানসভার সদস্যরা নিজ নিজ রাজ্যের বিধানসভায় মতদান করবেন। 

রাজ্যসভার সাধারণ সম্পাদক রিটার্নিং অফিসারের ভূমিকা পালন করবেন বলে কমিশন জানিয়েছে। সব সাংসদদের মিলিত ভোটের মান ৫,৪৩,২০০। বিধায়কদের ক্ষেত্রে সংখ্যাটি ৫,৪৩,২৩১। মোট ইলেক্টোরাল রয়েছে ৪৮০৯। 

প্রসঙ্গত, ২০১৭ সালে প্রাক্তন লোকসভা স্পিকার মীরা কুমারকে পরাজিত করে ৬৫.৬৫% ভোট পেয়ে দেশের ১৪তম রাষ্ট্রপতি নির্বাচিত হন রামনাথ কোবিন্দ। 

ট্রেন্ডিং খবর