এখন ভারত : রাত পোহালেই পবিত্র রাখি বন্ধন উৎসব। এই শুভ দিনে বেশ কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরী। আসুন সেই নিয়মগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
প্রথমেই কোন দিকে দাঁড়িয়ে রাখি পরানো হচ্ছে সেই বিষয়টি মাথায় রাখা উচিত। বোনদের সবসময় ভাইদের পূর্বমুখী করে রাখি পরানো উচিত। রাখি পরানোর সময় বোনের মুখ থাকবে, পশ্চিম দিকে।
দ্বিতীয়ত রাখি পড়ানোর সময় ভাইকে কাঠের চৌকিতে বসানো উচিত। অন্যদিকে বোনের ভাইকে রাখি পরানোর সময় কুশের আসনে বসা উচিত।
রাখি পরানোর সময় ভাই এবং বোন দুজনেরই মাথা ঢেকে রাখা উচিত।
বাস্তু মতে রাখি পূর্ণিমার দিন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি রাখি ব্যবহার করা উচিত।
এছাড়াও রাখি কেনার সময় আরেকটি দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। মনে রাখবেন কমলা এবং লাল রঙের রাখি সব সময় পরানো উচিত। নীল বা কালো রঙের রাখি কখনই ব্যবহার করা উচিত নয়।
রাখি পড়ানোর সময় ঘরে ইতিবাচক প্রভাব যাতে থাকে সে কারণে ঘরের জানলা খুলে রাখা উচিত।
শেষ টিপস রইল ভাই বা দাদাদের জন্য। রাখির দিন কখনই বোন বা দিদিকে সূচালো বা কাটাযুক্ত কোন জিনিস উপহার দেওয়া উচিত নয়।
রাখি পূর্ণিমার দিন এই বিষয়গুলি মেনে চললে তা ভাই-বোন উভয়ের জন্যই শুভ হয়ে ওঠে বলে মত বাস্তু বিশেষজ্ঞদের।