এখনশিক্ষক : শিক্ষিকাদের বলা হয় সমাজ গড়ার কারিগর। একটি শিশুকে দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তুলতে তার অভিভাবক অভিভাবিকা দের পরেই মূল দায়িত্ব-বর্তায় শিক্ষক-শিক্ষিকাদের ওপর। শিক্ষক-শিক্ষিকার সাথে পড়ুয়াদের এক অবিচ্ছেদ্য সম্পর্ক থাকে।
এবারে সোশ্যাল মিডিয়ায় এক শিক্ষিকার কাছে এক ক্ষুদে পড়ুয়ার ক্ষমা চাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওয় এক শিক্ষিকাকে খুদে পড়ুয়ার অবাধ্যতার জন্য রাগ করতে দেখা গিয়েছে। এরপর ভিডিও ওই খুদে পড়ুয়াকে শিক্ষিকার রাগ ভাঙ্গানোর জন্য তার কাছে ক্ষমা চাইতে দেখা গিয়েছে। সে আর কক্ষনো দুষ্টুমি করবে না বলেও জানায় শিক্ষিকাকে। শিক্ষিকার রাগ ভাঙ্গানোর জন্য কাকুতি-মিনতি করতে দেখা যায় খুদে পড়ুয়াকে।
ভিডিও ক্লিপে হিন্দি তে কথা বলতে দেখা যায় ওই শিক্ষিকা এবং ক্ষুদে পড়ুয়াকে। বারবার বলার সত্ত্বেও একই ধরনের কাজ করায় ওই খুদে পড়ুয়ার ওপর রাগ করতে দেখা যায় শিক্ষিকাকে। এরপর অনুতপ্ত হয়ে এই খুদে পড়ুয়াটি আর এমন কাজ করবে না বলে জানায় শিক্ষিকাকে।
ভিডিওর একেবারে শেষে দেখা যায় নিজের কথা শিক্ষিকাকে বোঝাতে সক্ষম হয় খুদে পড়ুয়াটি। তবে এই বিদ্যালয় কোথায় রয়েছে সে বিষয়ে বিশেষ কিছু জানা যায়নি এই ভিডিওর মাধ্যমে । তবে শিক্ষিকা এবং ক্ষুদে পড়ুয়ার এই ভিডিওটি ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে নেটিজেনদের। ভারত :