এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোচা’! মে’তেই হানবে আঘাত

Follw Us Now

এখন ভারত : ফের আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। আমফান, ইয়াসের পর এবার আছড়ে পড়তে চলেছে আরও একটি ঘূর্ণিঝড়। মে মাসের দ্বিতীয় সপ্তাহে আঘাত হানার সম্ভাবনা। তান্ডব চালাতে পারে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে। প্রাথমিকভাবে এমনটাই অনুমান ওপার বাংলার আবহাওয়াবিদদের। বাংলাদেশ বা রাজ্যের উপকূলে ঘূর্ণিঝড়টির আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘মোচা’। পূর্বাভাসা আবহাওয়া দফতর জানিয়েছে, বিষুবরেখার কাছে সুমাত্রা সাগর বা আন্দামান সাগরে তৈরি এই মোচা আঘাত হানতে পারে দুই বাংলার কোনও এক উপকূলে।  আগামী মাসের মাঝামাঝি সময় আছড়ে পড়তে পারে ‘মোচা’।

 

উল্লেখ্য, বেশ কিছু বছর ধরে দেখা গিয়েছে যে, বঙ্গে মে মাসেই একাধিক ঘূর্ণিঝড় তৈরি হয় সমুদ্র উপকূলে। অতীতেও মে মাসেই বাংলার উপকূলে একাধিক ঘূর্ণিঝড় আছড়ে পড়ার নজির রয়েছে। জানা গিয়েছে, এবার এই ঘূর্ণিঝড়টি শক্তি সঞ্চয় করে উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তবে এখনই এই ঝড়ের বিষয়ে নির্দিষ্ট কোনও পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। এমনটাই জানা গিয়েছে বাংলাদেশের আবহাওয়া দফতর সূত্র।

আমফান, আয়লা, ফণী, ইয়াসের মতো একের পর এক ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে। যেগুলির মধ্যে ভয়ঙ্কর আকার নেয় আমফান। এর প্রভাবে রাজ্যে ক্ষয়ক্ষতিও হয়েছিল বিপুল। নতুন করে এই ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব পড়বে কিনা, তা নিয়ে যথেষ্ট আশঙ্কা রয়েছে।

ট্রেন্ডিং খবর