জীবনযুদ্ধে হার ঐন্দ্রিলা, সকলকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।

Follw Us Now

এখন ভারত : পরপর দুবার ক্যান্সার জয়ী হয়েছিলেন তিনি ।প্রথমবার অস্থিমজ্জায়। দ্বিতীয়বার ফুসফুসে। দুবারই ক্যান্সার জয় করে ফিরে আসেন তিনি। চলছিল অভিনয়ও। বেশ ভাল ছিলেন অভিনেত্রী ।তবে হঠাৎই ছন্দপতন হয় গত পয়লা নভেম্বর। সেদিন ব্রেন স্ট্রোক হয় ঐন্দ্রিলার। তাকে ভর্তি করানো হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে তার অস্ত্রোপচারও হয়।

তবে সেই যে গেলেন আর ফিরলেন না তিনি। মাত্র চব্বিশ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। রবিবার বেলা বারোটা বেজে ৫৯ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে কোমায় চলে গিয়েছিলেন তিনি। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাকে। আর জ্ঞান ফিরলো না।

গত ১৪ ই নভেম্বর থেকে ঐন্দ্রিলার শারীরিক অবস্থা ক্রমশই খারাপ হতে শুরু করে। বারংবার হৃদযন্ত্র স্তব্ধ হয়ে যাচ্ছিল তার। শনিবার একের পর এক কার্ডিয়াক অ্যাটাক। লড়াইয়ের জন্য আর যেন কোন রাস্তায় খোলা ছিল না। শেষমেষ হার মারলেন ঐন্দ্রিলা। ব্যর্থ হল সকলের প্রার্থনা।

ঝুমুর ধারাবাহিকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন ঐন্দ্রিলা। এরপর বিভিন্ন ধারাবাহিকে কাজ করেন তিনি। টেলি দুনিয়ায় জনপ্রিয় এই অভিনেত্রী মৃত্যুর সাথে লড়াই করে আগে দুবার ফিরে এসেছেন । মুখের হাসি কখনোই অমলিন হয়নি তার । তবে এবার এই অসম লড়াইয়ে হার মানলে ঐন্দ্রিলা ।এ  লড়াইয়ে পরিবারের সদস্যদের পাশাপাশি সর্বদাই তিনি পাশে পেয়েছেন ছায়াসঙ্গী সব্যসাচী চৌধুরীকে।

ট্রেন্ডিং খবর