দোকানে দাঁড়িয়ে ধোসা তৈরি করলেন রাহুল গান্ধী, ভাইরাল ভিডিও

Follw Us Now

দোকানে দাঁড়িয়ে ধোসা তৈরি করলেন রাহুল গান্ধী, ভাইরাল ভিডিও

রাহুল গান্ধী

জনসংযোগে কোনও খামতি রাখতে নারাজ তিনি। আর তাইতো কখনও ভোরে উঠে পৌঁছে গিয়েছেন দিল্লির মাণ্ডি বাজারে। আবার কখনও হাইওয়ের ধারে মোটর মেকানিকের দোকানে গিয়ে গাড়ি মেরামতি করেছেন। আর এবার রাস্তার পাশের দোকানে দাঁড়িয়ে ধোসা তৈরি করলেন রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

আগামী ৩০ নভেম্বর তেলেঙ্গানায় নির্বাচন। আর সেই নির্বাচনী প্রচারেই তেলঙ্গানা সফরে গিয়েছেন রাহুল গান্ধী। শুক্রবার তেলঙ্গানার করিমনগর থেকে জাগতিয়াল জেলা পর্যন্ত ‘বিজয়ভেরি যাত্রা’ করেন তিনি। সেই যাত্রার মাঝেই জাগতিয়াল জেলায় এক বাসস্ট্যান্ডের কাছে একটি ধোসার দোকানে ঢুকে ধোসা তৈরির চেষ্টা করেন রাহুল গান্ধী। তাঁর সতীর্থরা ক্যামেরাবন্দি করেছে সেই মুহূর্ত। ফের একবার জনসংযোগে নজর কাড়লেন রাজীব-পুত্র।

ভিডিওটিতে দেখা গিয়েছে, দোকানে ঢুকে প্যানে ধোসার ব্যাটার দিয়েছেন রাহুল। এরপর কড়াই থেকে গরম তেল তুলে ব্যাটারের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন তিনি। কংগ্রেস সাংসদকে ধোসা তৈরিতে সাহায্য করছেন দোকানদার। ধোসা তৈরির পর পথচলতি মানুষজনের সঙ্গেও কথা বলেন রাহুল। সেইসঙ্গে আশেপাশের শিশুদের চকোলেটও দিলেন তিনি। প্রসঙ্গত, বিভিন্ন পন্থায় রাজনৈতিক নেতারা নির্বাচনী প্রচার অথবা কোনও সভায় জনসংযোগ করেন। সম্প্রতি এই পন্থা অবলম্বন করতে শুরু করেছেন রাহুল গান্ধীও। তারই এক নজির দেখা মিলল বলে মত রাজনৈতিক মহলের একাংশের।

আরও খবর- পুজোয় বাড়িতে বসে মদ! এই অ্যাপগুলি মোবাইলে রাখুন, লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই

দোকানে দাঁড়িয়ে ধোসা তৈরি করলেন রাহুল গান্ধী, ভাইরাল ভিডিও

এদিন জাগতিয়াল নির্বাচনী জনসভা থেকে রাহুল গান্ধী ঘোষণা করেন, “কংগ্রেস ক্ষমতায় এলে কৃষকদের যে কোনও ফসলের কুইন্টাল প্রতি এমএসপি ৫০০ টাকার বেশি দেবে।” একইসঙ্গে বিআরএস সরকারকে তোপ দেগে  তিনি বলেন, “জনগণ ভেবেছিলেন, তেলঙ্গানায় ‘জনতা’ রাজত্ব করবে। কিন্তু যখন সরকার গঠিত হয়, তখন একটি একক পরিবারের শাসন প্রতিষ্ঠিত হয়।” উল্লেখ্য, ৩০ নভেম্বর ১১৯ টি আসন বিশিষ্ট তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। ভোট গণনা হবে ৩ ডিসেম্বর। আপাতত সেই রাজ্যে নির্বাচনী প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলই।

ট্রেন্ডিং খবর