পুজোয় বাড়িতে বসে মদ
পুজো মানেই রাত জেগে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা, হই-হুল্লোড়, ইচ্ছে মতন রুটিনের বাইরে গিয়ে খাওয়া দাওয়া আরো কত কিছু! আর সেই হই-হুল্লোড়ের মাঝে অনেকেই এই সময় বন্ধুদের সঙ্গে মদ্যপান করতে ভালবাসেন। বিশেষ করে সূরা প্রেমীদের কাছে এই সময় তো মদ না হলে পূজোর আনন্দটাই মাটি।
পুজোর এই সময়টাতে সব জায়গার মতো মদের দোকানেও লাইন থাকে। অনেকেই লাইনে দাঁড়াতে পছন্দ করেন না। অবশ্য লাইনে দাঁড়াতে গিয়ে ধৈর্যও থাকে না। তবে তাঁদের জন্য বিকল্প রয়েছে। গলা ভিজাতে গিয়ে আর কষ্ট করে লাইনে দাঁড়াতে হবে না। ভাবছেন তো কীভাবে সম্ভব? কোথায় গেলে বিনা লাইনেই আপনার পছন্দ মতন কারণবারি পাবেন!
অনেকেই Swiggy-র কথা জানেন। সুইগিতে অর্ডার করে আপনি বাড়িতে বসে মদের বোতল পেতে পারেন। আপনাকে আর মদের দোকান পর্যন্ত যেতে হবে না। তবে অনেকেই জানেন না, সুইগি ছাড়াও আরও চারটি অ্যাপ রয়েছে, সেগুলি থেকেও আপনি চাইলে বাড়িতে বসে মদ পেতে পারেন। সেগুলি ডাউনলোগ করে রাখলেই ব্যাস সমস্যা সমাধান! কাজ অনেক সহজ হয়ে যাবে পুজোর এই সময়।
Spencer Retail-
এই অ্যাপ খুবই সহায়তা করতে পারে আপনার। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। সবরকম মদের অর্ডার দিতে পারবেন। এরপর বাড়িতে বসেই পেয়ে যান পছন্দ মতন জিনিসটি।
Dooze- ।এই অ্যাপ দাবি করছে, কলকাতার যেখানেই হোক তারা এক ঘণ্টার মধ্যে মদ ডেলিভারি করে দেবে।
আরও খবর- পঞ্চমীর সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড মালদার পুজো মন্ডপে, পুড়ে গেল প্রতিমা
পুজোয় বাড়িতে বসে মদ! এই অ্যাপগুলি মোবাইলে রাখুন, লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই
Boozie-
এই অ্যাপে মদ অর্ডার করলে এক কিমির মধ্যে কোনও ডেলিভারি ফি লাগবে না। তাহলে আর দেরি কেন এক্ষুনি ডাউনলোড করে নিন এই অ্যাপগুলি।