এখন ভারত : মানুষের বিভিন্ন ধরনের প্রতিভা থাকে কেউ আঁকাআকি করতে ভালবাসে আবার কেউ নাচ কিংবা গান করতে ভালোবাসেন, আবার কেউ পড়তে কিংবা লেখা- লেখির মাধ্যমে তাদের প্রতিভা ব্যক্ত করেন। তবে আজকের দিনে দাঁড়িয়ে এই প্রতিভা কখনো লুকিয়ে রাখা যায়না একদিন না একদিন সকলের সামনে ঠিক প্রতিফলিত হয়ে যায়। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় থাকার কারণে আমরা বিভিন্ন মানুষের প্রতিভা দেখতে পাই যেমন কিছুদিন আগেই সামান্য একটি বাদাম বিক্রেতা, একটি গান গেয়ে সকলের মন জয় করেন এবং রাতারাতি গানের জগতে নিজের স্থান দখল করেনেন। এমনকি সম্প্রতি কিছুদিন আগেই রানাঘাট রেলওয়ে স্টেশনে ‘এক পেয়ার কা নাগমা হে’ গান গেয়ে ভাইরাল হন রানু মন্ডল নামক এক মহিলও। সেই মহিলার স্টেশন থেকে গানের জগতে আগমন নিয়ে চলচ্চিত্র জগতে রীতিমতো একটি বায়োপিক তৈরি করা হচ্ছে। এইভাবে নেটিজেনরা তাদের আশেপাশের কয়েকটি মুহূর্তকে ক্যামেরাবন্দি করেন এবং তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সম্প্রতি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া আর একটি ভিডিয়োতে দেখা যায় ৮০ বছরের এক বৃদ্ধ জীবনের শেষ মুহূর্তে হারমোনিয়াম বাজিয়ে অসাধারণ কন্ঠে ‘তোমার লাগিয়া পরান কান্দে বাংলা গান গেয়ে ভাইরাল হয়েছেন। নেটমাধ্যমে তার কণ্ঠে এই গান শুনে নেটিজেনরা মুগ্ধ হয়েছেন। ইতিমধ্যে ওই বৃদ্ধর গানটি নেটমাধ্যমে বিপুল পরিমাণে ভাইরাল হয়েছে এবং বৃদ্ধকে এইভাবে আগামী দিনেও গান গেয়ে যেতে বলেছেন নেটিজেনের।
‘তোমার লাইগা পরান কান্দে’ গান গেয়ে নেট মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল এক বৃদ্ধ
- Admin
- April 7, 2022
- 11:46 am
Follw Us Now
- Admin
- April 7, 2022
- 11:46 am
- No Comments
ট্রেন্ডিং খবর
মুম্বইগামী বিমানে অন্য অভিজ্ঞতার সাক্ষী টলি অভিনেত্রী শ্রীলেখা
October 29, 2023
কল ফরোয়ার্ডিং’ নতুন স্ক্যাম নিয়ে জোর চর্চা , সাবধান হন এখনই
October 29, 2023
ভাইরাল খবর