সম্প্রতি ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন অফ যোগাসনা স্পোর্টস ইন্ডিয়া ডিভিশন-এর পরিচালনায় ২৯ সেপ্টেম্বর থেকে ১ লা অক্টোবর পর্যন্ত উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হয়েছিল ন্যাশনাল প্রো এএন যোগা চ্যাম্পিয়নশিপ-২০২৩। এই চ্যাম্পিয়নশিপে ২২ টি রাজ্যের মোট ৪০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। মোট তিনটি ইভেন্টে অংশগ্রহণ করে তিনটিটেই সোনা জয় করেছেন বঙ্গ সন্তান সুজয় ঘোষ। বাংলার হয়ে সাউথ দমদমের সুজয় ঘোষ তিনটি সোনা এনে গোটা বাংলাকে গর্বিত করেছে।
জানা গিয়েছে, ছয় বছর বয়স থেকে যোগাতে ভর্তি হয় সুজয়। ছোটবেলায় শিক্ষাগুরু বিশ্বনাথ চ্যাটার্জি তার প্রথম শিক্ষা গুরু। বর্তমানে তিনি হুগলি জেলার কোন্নগরে ‘গৌরাঙ্গ সরকার ‘ মহাশয়ের কাছে তিনি প্রশিক্ষণ নিচ্ছে। জেলা , রাজ্য এবং জাতীয় স্তরে নিজে বিভাগে বহুবার সাফল্য অর্জন করেছেন এই বঙ্গ সন্তান।
ওয়াকিবহাল মহলের মতে সুজয়ের আত্মত্যাগ, শৃঙ্খলা এবং ঘন্টার পর ঘন্টা ধরে অনুশীলনই তার বর্তমানের এই অসাধারণ সাফল্যের কারণ। ভারতের যোগব্যায়াম জগতে নিজেকে একজন উদীয়মান তারকা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য মরিয়া ছিলেন প্রতিভাবান, ব্যায়ামবীর যুবক সুজয়। আর তাতেই এসেছে সাফল্য।