বন্দে ভারতের লাইনে রাখা পাথর, লোহার রড! আপৎকালীন ব্রেক কষলেন চালক, বাঁচল বহু প্রাণ

Follw Us Now

ন্দে ভারতের লাইনে রাখা পাথর, লোহার রড! আপৎকালীন ব্রেক কষলেন চালক, বাঁচল বহু প্রাণ

জয়পুরগামী ‘বন্দে ভারত’

EKHON BHARAT :- অল্পের জন্য ভয়ংকর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রাজস্থানের উদয়পুর থেকে জয়পুরগামী ‘বন্দে ভারত’। চালকের বুদ্ধিমত্তায় বেঁচে গেল কয়েক’শো মানুষের প্রাণ। সোমবার সকালে জয়পুর যাওয়ার পথে রেললাইনে পাথর, লোহার রড দেখে সঙ্গে সঙ্গে আপৎকালীন ব্রেক কষেন চালক। তাতেই রক্ষা পায় যাত্রীবোঝাই ট্রেনটি। চালক সময় মতো এই পদক্ষেপ না করলে লাইনচ্যুত হতে পারত ট্রেনটি। ভয়ংকর দুর্ঘটনা সাক্ষী থাকত গোটা দেশ।

ট্রেন তড়িঘড়ি থামানোর পর রেলের কন্ট্রোল রুমে খবর দেন চালক। রেলকর্মীরা এসে লাইনের উপর থেকে পাথর রড সরিয়ে দেন। সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, লাইনের ফিশপ্লেটে একটি লোহার রড গেঁথে রাখাও হয়েছিল। রেল সূত্রে জানা যায়, চিতরগড়ের কাছে গঙ্গরার এবং সোনিয়ানা স্টেশনের মাঝে লাইনে রাখা ছিল পাথর, লোহার রড। সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ সেগুলি চোখে পড়ে চালকের। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন তিনি। লাইন পরীক্ষা করে দেখার পর ফের চালু করা হয় ট্রেন।

এই বিষয়ে উত্তর-পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শশী কিরণ বলেন, ‘‘লাইনে দু’টি এক ফুট লম্বা লোহার রড ছিল। চালকের তৎপরতায় সেগুলি সরানো হয়েছে। লাইনের বিস্তৃত অংশজুড়ে রাখা খোয়াও সরানো হয়েছে। চালকের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাঠানো হয় রেলরক্ষী বাহিনী। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি।

আরও খবর- গন্তব্যে পৌঁছতে গেলে ছাত্র ছাত্রীদের চাপতে হয় কালনা মহারাজ এক্সপ্রেসে

বন্দে ভারতের লাইনে রাখা পাথর, লোহার রড! আপৎকালীন ব্রেক কষলেন চালক, বাঁচল বহু প্রাণ

প্রসঙ্গত, সোমবারই চিতরগড়ে জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে দিনই এই কাণ্ড ঘটেছে। ২৪ সেপ্টেম্বর এই উদয়পুর-জয়পুর বন্দে ভারতের উদ্বোধন করেছেন মোদী। ৪৩৫ কিলোমিটার পথ ৬ ঘণ্টা ১৫ মিনিটে পার হয়। উল্লেখ্য, এর আগে বন্দে ভারতকে লক্ষ্য করে বেশ কয়েকবার পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। এদিনের এই ঘটনায় রেলওয়ে পুলিশ বাহিনী এবং জেলা পুলিশ ‘ইচ্ছাকৃত নাশকতার ঘটনা’ হিসেবে তদন্ত শুরু করেছে।

ট্রেন্ডিং খবর