বিহারের মুজফফরপুরে ৩০ স্কুলপড়ুয়াকে নিয়ে ডুবে গেল নৌকা, ২০ জন উদ্ধার, চলছে বাকিদের খোঁজ

Follw Us Now

বিহারের মুজফফরপুরে ৩০ স্কুলপড়ুয়াকে নিয়ে ডুবে গেল নৌকা, ২০ জন উদ্ধার, চলছে বাকিদের খোঁজ

EKHON BHARAT :- নদীর ওপারে স্কুল। তাই প্রতিদিন নৌকা করে নদী পেরিয়ে স্কুলে পৌঁছোয় পড়ুয়ার দল। কিন্তু বৃহস্পতিবার পড়ুয়াদের জীবনে ঘনিয়ে এল চরম পরিণতি। নদী পারাপারের সময় ৩০ জন স্কুলপড়ুয়াকে নিয়ে নদীতে ডুবে গেল একটি নৌকা। ইতিমধ্যে ২০ জন শিশুকে উদ্ধার করা হয়। এখনও পর্যন্ত নিখোঁজ ১০ শিশু। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বিহারের মুজফফরপুরে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ ৩০ জনেরও বেশি স্কুলপড়ুয়াকে নিয়ে বাগমতী নদী পারাপার করছিল একটি নৌকা। নদীর অন্য পাড়ে স্কুল। তাই প্রতিদিনই নৌকা করে যাতাযাত করতে হয় পড়ুয়াদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে জলের টান বেশি ছিল। যার জেরে নিয়ন্ত্রণ হারায় মাঝি। ঘটে যায় মর্মান্তিক এই ঘটনা। মাঝনদীতে আসতেই সেটি উলটে যায়। শিশুদের বাঁচাতে প্রথমে স্থানীয়রাই ছুটে যান। তাঁদের সহযোগিতায় ২০ জন শিশুকে উদ্ধার করা সম্ভব হলেও, বাকিদের কোনও খোঁজ মেলেনি। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) উদ্ধার কাজে নেমেছে। ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনার খবর পেয়ে মুজফফরপুরের জেলা প্রশাসনকে সর রকমভাবে সহযোগিতার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বাকি পড়ুয়াদের মায়েরা নদীর ধারে বাঁধ ভাঙা কান্নায় আঁচল পেতে অপেক্ষা করছেন কখন তাদের সন্তানদের সুস্থ ভাবে ফিরে পাবেন!

বিহারের মুজফফরপুরে ৩০ স্কুলপড়ুয়াকে নিয়ে ডুবে গেল নৌকা, ২০ জন উদ্ধার, চলছে বাকিদের খোঁজ

More News – মুর্শিদাবাদ থেকে মক্কা, তাও আবার সাইকেলে! আল্লাহর ভরসায় হজ যাত্রায় প্রৌঢ়

একেই ঘরে নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা, তার উপর বেড়েছে বয়সও। কিন্তু, ধর্মপ্রাণ মুসলিম হয়ে জীবনে অন্তত একবার হজে যাবেন না তা আবার হয় নাকি ? তাই বয়সের পরোয়া না করেই আল্লাহর উপর ভরসা করেই সাইকেল চালিয়ে মুর্শিদাবাদ থেকে মক্কার উদ্দেশে রওনা হলেন সামশেরগঞ্জের নূরেমান শেখ। Continue Reading

ট্রেন্ডিং খবর