গলার স্বরেই করা যাবে ইউপিআই পেমেন্ট, নয়া পরিষেবা এনপিসিআই-এর

Follw Us Now

গলার স্বরেই করা যাবে ইউপিআই পেমেন্ট, নয়া পরিষেবা এনপিসিআই-এর

Ekhon Bharat Desk: একের পর এক নয়া ফিচার এনে ইউপিআই-কে সমৃদ্ধ করছে কেন্দ্র। এবার ইউপিআই লেনদেনকে আরও ‘ইউজার-ফ্রেন্ডলি’ করতে যুগান্তকারী পরিষেবা চালু করল এনপিসিআই। নতুন ফিচারে UPI-তে টাকা পাঠানোর জন্য আর টাইপ করার প্রয়োজন হবে না, কারণ এবার UPI-তে যুক্ত হল ভয়েস মোডে পেমেন্টের সুবিধা। যদিও আগেই ইউপিআই প্রযুক্তিতে নয়া সংযোজনের কথা জানিয়েছিলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস।

জানা গিয়েছে, ইউপিআই-এর মাধ্যমে এবার ভয়েসেই আর্থিক লেনদেন করা যাবে দেশে। আর ক্লিক করতে হবে না ‘সেন্ড’ বোতামে। এই নয়া ফিচারের ফলে ইউপিআই ব্যবহারকারীরা একেবারে নিশ্চিন্তে আর নিরাপদে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত সিস্টেমের মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন। এই ধরনের প্রযুক্তি দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে।

১৫ দিনের মধ্যেই রাজ্যের সব গার্লস স্কুলে বসছে সিসিটিভি! যাদবপুর কাণ্ডের জের

জানা গিয়েছে, এই নয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচারে, এআই প্রতিনিধির সঙ্গে চ্যাট করতে পারবেন ইউপিআই ব্যবহারকারী। এর মাধ্যমে টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে চলে যাবে। এই ব্যবস্থায় সহজেই যে কেউ ইউপিআই-এর মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন। এর ফলে ইউপিআই-এর ব্যবহার বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আরবিআই গভর্নর ও এনপিসিআই কর্তৃপক্ষ।

শক্তিকান্ত দাস গ্লোবাল ফিনটেক ফেস্টে এনপিসিআই-এর এই নতুন পরিষেবা ‘হ্যালো ইউপিআই’ চালু করেন। আপাতত অ্যাপ, ফোন কল এবং ইন্টারনেট অফ থিংস ডিভাইসের মাধ্যমে হিন্দি এবং ইংরেজিতে ভয়েস মোডের মাধ্যমে ইউপিআই পেমেন্ট করা যাবে। অর্থাৎ, হিন্দি বা ইংরেজিতে ‘ভয়েস কমান্ড’-এর মাধ্যমে আপনি টাকা পাঠাতে পারবেন ইউপিআই মাধ্যমে। পরবর্তীকালে আরও ভারতীয় আঞ্চলিক ভাষায় তা উপলব্ধ হবে। এনপিসিআই জানিয়েছে, এইভাবে লেনদেনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা যেতে পারে। যা দেশে ডিজিটাল অর্থপ্রদানকে আরও দ্রুত প্রসারিত করবে বলে মনে করা হচ্ছে।

মর্গে মৃতের পকেট থেকে টাকা ফিরিয়ে সততার নজির কালনা হাসপাতালের ডোমের

এদিকে কয়েকদিন আগেই ইউপিআই লাইটে ব্যবহারকারীদের লেনদেনের সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। এর জন্য কোনও পিন নম্বরেরও প্রয়োজন হবে না। উল্লেখ্য, ইউপিআই-এর মাধ্যমে এক লক্ষ টাকার লেনদেন করা যায়। আর লাইটে লেনদেনের ঊর্ধ্বসীমা এখন ৫০০ টাকা। ইউপিআই-লাইট-এর ব্যবহারকে আরও উন্নত করার জন্য আরবিআই এনএফসি প্রযুক্তি ব্যবহার করবে। এর ফলে যেখানে ইন্টারনেট ব্যবস্থা দুর্বল বা যেখানে ইন্টারনেট সংযোগ নেই, সেখানেও ডিজিটাল মাধ্যমে কয়েক ক্লিকে টাকা পাঠানো সম্ভব হবে।

 

Related News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্বপ্নদ্বীপের মৃত্যু শিক্ষা ক্ষেত্রে অনেক ব্যবস্থায় পরিবর্তন এনেছে। এবার বিশেষ তৎপরতা রাজ্য স্কুল শিক্ষা দফতরের। ছাত্রীদের নিরাপত্তায় গার্লস স্কুলে সিসিটিভি বসাতে বিশেষ নজর দিচ্ছে রাজ্য। ইতিমধ্যেই একশোরও বেশি গার্লস স্কুলে শুরু হয়েছে সিসি ক্যামেরা বসানোর কাজ৷ আগামী ১৫ দিনের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে রাজ্য।

ট্রেন্ডিং খবর