এবার থেকে টুরিস্ট ট্রেনে ইএমআই করা যাবে

Follw Us Now

 

 এখন ভারত : যাত্রী সাধারণের জন্য সুখবর! এবার ভারতীয় রেলেও চালু হচ্ছে ইএমআই পদ্ধতি। এর জেরে বহু ভ্রমণপিপাসু যাত্রী উপকৃত হবেন। মূলত, যাত্রীদের সুবিধার পাশাপাশি এই ব্যবস্থার ফলে ভারতীয় রেলের আয় বাড়বে। টুরিস্ট ট্রেন থেকে ভারতীয় রেলের আরও বেশি রোজগার হবে। কারণ এই ব্যবস্থার ফলে অনেকেই ঘুরতে যাওয়ার প্রতি আগ্রহী হবেন। যাত্রীরা উদ্যোগী হলেই রেলের আয় বাড়বে।

ভারতীয় রেলের তরফ থেকে ভারত গৌরব টুরিস্ট স্পেশাল ট্রেনের মধ্যে দিয়ে এই ইএমআই ব্যবস্থা চালু করা হচ্ছে। সেখানেই শর্তসাপেক্ষে ইএমআই পরিষেবার মাধ্যমে প্যাকেজ ট্যুরের খরচ মেটানোর সুযোগ করে দিয়েছে আইআরসিটিসি। পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে। এই বিষয়ে রেল মন্ত্রকের দাবি, করোনাকালে ২ বছর ধরে সাধারণ মানুষের হাতে সেভাবে টাকা আসেনি। পাশাপাশি ভারতীয় রেলও সেভাবে আয়ের মুখ দেখতে পায়নি। এই পরিস্থিতিতে দু’পক্ষের সুবিধার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা করা হয়েছে। আগামী ২১ জুন নতুন দিল্লি থেকে যে ভারত গৌরব ট্রেনের সূচনা হবে সেই ট্রেনটিতে শ্রীরামায়ণ সার্কিটের সঙ্গে মোট ১২টি গুরুত্বপূর্ণ স্থান দেখানো হবে। এরসঙ্গে নেপালের ২টি দর্শনীয় স্থান যুক্ত করা হয়েছে। 

প্রায় ৮ হাজার কিলোমিটার এই ভ্রমণের জন্য মাথাপিছু খরচ হবে ৬২,৩৭০ টাকা। যাত্রীরা চাইলে এই খরচ একবারে না দিয়ে ৩, ৬, ৯, ১২, ১৮ এবং ২৪ মাসের জন্য ইএমআই-তে তা শোধ করতে পারবেন।

ট্রেন্ডিং খবর