এখন ভারত : সম্প্রতি রান্নার গ্যাসের ওপর ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। গত ২১ মে নির্মলা সীতারমণ জানান, বছরে ১২টি গ্যাস সিলিন্ডারের ওপর ২০০ টাকা করে ভর্তুকি দেবে ভারত সরকার। এর ফলে উজ্জ্বলা যোজনার অন্তর্গত ৯ কোটি মানুষ উপকৃত হবেন।
এদিকে গত কয়েক মাসে একাধিকবার রান্নার এবং বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে। দিল্লিতে ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম ১০০৩ টাকা। সরকারের সিদ্ধান্ত কার্যকর হলে, ২০০ টাকা ভর্তুকি দেওয়া হবে। এতে গ্রাহকদের সিলিন্ডার প্রতি ৮০৩ টাকা গুনতে হবে। জানা গিয়েছে, সরকারের এই সিদ্ধান্তের সুবিধা পাবেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার (গ্রামীণ) অন্তর্গত তফশিলি জাতি, উপজাতির অন্তর্ভুক্ত মহিলারা, আন্তদয়া অন্ন যোজনার অন্তর্ভুক্ত মানুষজন, চা বাগানের কর্মী এবং প্রাক্তন কর্মীরা। এছাড়া সমাজের নিম্নবর্গের মানুষরাও এই সুবিধা পাবেন।
সম্প্রতি ভোজ্য তেল থেকে শুরু থেকে গম, চিনি এসবের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তার ওপর গ্যাসের ভর্তুকির ক্ষেত্রে এই সিদ্ধান্ত সমাজের নিম্নবিত্ত মানুষদের পক্ষে যথেষ্ট উপকারি হবে। করোনাকালে রুজি-রোজগারে ধাক্কা লেগেছে দেশবাসীর এক বড়ো অংশের। চিকিৎসার পেছনে অনেকের বহু টাকা খরচ হয়েছে। সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন তাঁরা। ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসে শুল্ক কমানো এবং গ্যাসে ভর্তুকি বাড়ানোর দাবি আরও জোরালো হচ্ছে।